আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ইতিহাস গড়ল মহিলা পুলিশ দল। প্রথমবারের মতো শুধুমাত্র মহিলা পুলিশের দল অভিযান চালিয়ে গ্রেপ্তার করল এক কুখ্যাত অপরাধীকে। ঘটনাটি ঘটে সোমবার রাতে। পুলিশের তথ্য অনুযায়ী, ২২ বছরের জিতেন্দ্র নামে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে। এনকাউন্টারে নেতৃত্ব দেন সিনিয়র পুলিশ অফিসার উপাসনা পাণ্ডে। জানা গিয়েছে, ওই দুষ্কৃতী বাইকে করে যাচ্ছিল। এমন সময় রাস্তার ওপর একটি পুলিশের চেকপোস্ট পড়ে। চেকপোস্টে থামতে বলা হলে বাইক আরোহী জিতেন্দ্র পালাতে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এরপর আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলে সে গুলি চালায় পুলিশের দিকে। পাল্টা পুলিশের গুলিতে আহত হয়ে ধরা পড়ে সে।
পরে জেরায় জিতেন্দ্র স্বীকার করে, দিল্লি-এনসিআর এলাকায় বাইক ও স্কুটার চুরি করাই ছিল তার পেশা। পাশাপাশি ফোন ও অন্যান্য সামগ্রীও ছিনতাই করত সে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চুরি করা স্কুটার, মোবাইল ফোন এবং একটি ট্যাব উদ্ধার করেছে পুলিশ। সে জানায়, রবিবারই ফোন ও ট্যাব চুরি করেছিল। জেরায় ওই দুষ্কৃতী আরও জানায়, গত বছর চুরি করা বাইকই সে ব্যবহার করত ছিনতাইয়ের কাজে। কিছুদিন আগে গাজিয়াবাদে আরও এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিল একদল দুষ্কৃতী। রাতে ঘরে ঢুকে চুপিসারে বাড়ির মালিকের যৌনাঙ্গ কেটে পালিয়ে গিয়েছিল অভিযুক্তরা। পুলিশ সূত্রে খবর, গত ২৮ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে গাজিয়াবাদের শাহপুর বামহেতা এলাকায়।
৪২ বছর বয়সি যুবক ঘরে সেই সময় ঘুমিয়েছিলেন। মধ্যরাতে আচমকা চারজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি জানলা ভেঙে ভিতরে ঢোকে। বাড়ির মধ্যে ঢুকে তারা সোজা চলে যায় মালিকের ঘরে। সেখানে ঢুকেই ভয়াবহ ঘটনাটি ঘটায়। ঘুমন্ত যুবকের যৌনাঙ্গ কেটে দিয়ে পালিয়ে যায় চারজনেই। যন্ত্রণায় ছটফট করতে থাকেন যুবক। তাঁর চিৎকারে বাড়ির অন্যান্য সদস্যদের ঘুম ভেঙে যায়। তখনই ছুটে আসেন তাঁরা। ওই অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। থানায় এই ঘটনাটি ঘিরে অভিযোগ দায়ের করেন যুবকের ছেলে। তিনি এও জানান, বাড়ির মধ্যে এবং এলাকায় কোনও সিসিটিভি নেই। তাই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা কারা ছিল, তা দেখতে পারেননি কেউ। পুলিশও তদন্তে নেমে ধোঁয়াশায়।
