আজকাল ওয়েবডেস্ক: অমরনাথ যাত্রায় আবারও বিপত্তি। আচমকাই উপর থেকে নীচে ছিটকে পড়ে পরপর ছোট-বড় পাথর। সেই পাথরের আঘাতেই মৃত্যু হল এক মহিলা পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও তিনজন। কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও, প্রাকৃতিক দুর্যোগে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার পুণ্যার্থী।
একটানা ভারি বর্ষণ এবং মাটি ধসে পড়ার জেরে বৃহস্পতিবার অমরনাথ যাত্রা স্থগিত রাখার ঘোষণা করেছে প্রশাসন। পুণ্যার্থীদের ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি রাস্তা মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত অমরনাথ যাত্রা স্থগিত থাকবে বলেও জানিয়েছে প্রশাসন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই কখনও মাঝারি, কখনও ভারী বৃষ্টি হচ্ছে ওই এলাকায়। প্রশাসন জানিয়েছে, গতকাল, বুধবার জম্মু ও কাশ্মীরের গান্ডেরওয়াল জেলার বালতাল রুটে ভারী বৃষ্টির মাঝেই ধস নামে। ধসের জেরে উপর থেকে হুড়মুড়িয়ে একাধিক পাথর নীচে পড়ে। সেই পথ ধরেই যাচ্ছিলেন বহু পুণ্যার্থী। উপর থেকে ছিটকে পড়া পাথরের আঘাত লাগে মহিলা পুণ্যার্থীর মাথায়। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ডেটিং অ্যাপে চ্যাটিং দাদার সঙ্গে, প্রেমে পড়লেন ভাইয়ের! দিদিমার কীর্তিতে হতবাক ১২ নাতি-নাতনি
ধসে পড়া পাথরের আঘাতে আহত হয়েছেন আরও তিনজন পুণ্যার্থী। ইতিমধ্যেই তাঁদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই ধসের ছবি, ভিডিও। দেখা গেছে, মাটি ধসে পড়ার পর জল, কাদা নেমে আসে উপর থেকে। সেই কাদায় পিছলে পড়েন দুইজন পুণ্যার্থী। পাহাড়ের খাদ থেকে নীচে গড়িয়ে পড়েন তাঁরা। যদিও নীচে থাকা পুণ্যার্থীরা তাঁদের উদ্ধার করেন। তাঁদের গুরুতর চোট লাগেনি। অন্যদিকে হাজার হাজার পুণ্যার্থী রেলিং শক্ত করে ধরে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। তাঁদের পাশ দিয়েই সরে যাচ্ছিল কাঁদার স্রোত।
প্রশাসন আরও জানিয়েছে, বালতাল রুটের ধস সরিয়ে রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী একসঙ্গে কাজ শুরু করেছে। রাস্তা মেরামত না হওয়া পর্যন্ত অমরনাথ যাত্রা স্থগিত থাকবে। ফের কবে অমরনাথ যাত্রা শুরু হবে, তা সুস্পষ্টভাবে এখনও ঘোষণা করা হয়নি।
প্রসঙ্গত, অমরনাথ যাত্রার দু’টি রুট রয়েছে। নুনওয়ান-পহেলগাঁও রুটে অমরনাথ যাত্রা করা হয়। ৪৮ কিলোমিটার দীর্ঘ নুনওয়ান-পহেলগাঁও রুটটি। আর একটি রুট হল, এই বালতাল রুট। এটি ১৪ কিলোমিটার দীর্ঘ। এই পথেই অধিকাংশ পুণ্যার্থী অমরনাথ যাত্রা করেন। রুটটি তুলনামূলক ছোট হলেও, প্রাকৃতিক দুর্যোগের কারণে ভোগান্তি পোহাতে হয় প্রতিবছর। রাস্তাটিও ঝুঁকিপূর্ণ।
প্রসঙ্গত, চলতি বছরে গত ৩ জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। আগামী ৯ আগস্ট তা চলবে পর্যন্ত। তথ্য বলছে, এখনও পর্যন্ত দু’লক্ষ পুণ্যার্থী অমরনাথ দর্শন করেছেন এই বছর। আরও লক্ষাধিক পুণ্যার্থীদের রেজিস্ট্রেশন করা রয়েছে। ধসের জেরে এ বছর প্রথমবার অমরনাথ যাত্রা স্থগিত রাখা হল।
চলতি বছরেই পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছিল। যে ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল গোটা দেশ। জঙ্গি হামলার পরেই অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা আরও বাড়ানো হয়। অমরনাথ যাত্রার দু'টি রুটেই নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে।
