আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার রাত। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে অসমের তিনসুকিয়া জেলার কাকোপাথার সেনা ক্যাম্পের কাছে গুলি-গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, হামলায় তিন ভারতীয় সেনা জখম। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর ১৯ গ্রেনেডিয়ার্স ইউনিট ক্যাম্প লক্ষ্য করে হামলা চালানো হয় রাতের অন্ধকারে।
যদিও শুক্রবার সকাল পর্যন্ত, কোনও গোষ্ঠী এই হামলার দায় নিয়ে বিবৃতি প্রকাশ করেনি। তবে প্রাথমিকভাবে একাধিক মহলের অনুমান, লিবারেশন ফ্রন্ট অফ অসম- ইউএলএফএ-স্বাধীন এই হামলার সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: রাশিয়া নিয়ে ভারতকে প্যাঁচে ফেলতে চেয়ে পুতিনের সঙ্গেই 'ট্রেড ডিল' আমেরিকার! ফোনে
রাজ্য পুলিশ এবং ভারতীয় সেনা ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলেছে। হামলাকারীদের খোঁজ চলছে। সূত্রের খবর, তল্লাশিতে নেমে তদন্তকারী আধিকারিকেরা অরুণাচলপ্রদেশের তেঙ্গাপানিতে একটি খালি ট্রাক খুঁজে পেয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই ট্রাকেই গ্রেনেড বোঝাই করে এনেছিল হামলাকারীরা। তারপরেই সেনা শিবিরের অদূরে বিস্ফোরণের ঘটনা ঘটে।
বৃহস্পতিবারের আগে, বুধবারেও হামলার ঘটনা ঘটেছে বলে খবর একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে। তথ্য, বুধবার অরুণাচলপ্রদেশের চাংলাং জেলায় অসম রাইফেলসের একটি ক্যাম্পে সন্দেহভাজন NSCN (K-YA) জঙ্গিরা হামলা চালায়। চংলাং জেলার মানমাও এলাকার হাটমান গ্রামে এই ক্যাম্পটি রয়েছে। বুধবার রাত আড়াইটা নাগাদ হামলা চলে বলে জানা গিয়েছে।
বুধবার রাতের হামলার ঘটনায় চার জওয়ান জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তথ্য, আহতদের মধ্যে দুই সেনা, হরিশরণ এবং রাহুলের শারীরিক পরিস্থিতির বিচারে, তাঁদের এয়ারলিফট করে বৃহস্পতিবার জোরহাটের ৫নম্বর এয়ার ফোর্স হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে দুই জখম সেনা জওয়ানের। হামলাকারীদের খোঁজ চলছে।
