আজকাল ওয়েবডেস্ক: রামমন্দির উদ্বোধনের পর এই প্রথম দীপাবলি। উত্তরপ্রদেশ সরকার এই বিশেষ দিনের জন্য প্রস্তুতি নিয়েছে বহুদিন ধরে। একই সঙ্গে প্রস্তুতি নেওয়া হয়েছে, বুধবার অযোধ্যায় ২৮ লক্ষ প্রদীপ জ্বালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার। তবে শুধু প্রদীপ প্রজ্জ্বলনে রেকর্ড নয়, রেকর্ড গড়বে সরযূ ঘাটের আরতিও। একসঙ্গে সেখানে আরতি করবেন ১১০০ জন। এতবড় আরতি এর আগে হয়নি।
উত্তরপ্রদেশ সরকার আগেই জানিয়েছিল, রামমন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠার পর এটাই প্রথম দীপাবলি। সেই কারণে সরকার কোনও খামতি রাখতে চায় না উদযাপনে। এই বছরে এমন বহু জিনিস হবে, যেগুলি রেকর্ড তৈরি করবে। দীপোৎসব ২০২৪ পাঁচদিন ধরে পালিত হবে। ৫৫ঘাট জুড়ে জ্বালানো হবে ২৮ লক্ষ প্রদীপ।
এই পরিমাণ প্রদীপ জ্বালানো জন্য থাকবেন ৩০,০০০ এর বেশি স্বেচ্ছাসেবক। আলোর উৎসবের আগে থেকেই ঘাটগুলির দেখভাল করছেন ড্রোন। শহরের বিভিন্ন প্রান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন প্রাণে মোতায়েন করা হয়েছে ১০ হাজার নিরাপত্তাকর্মী ।
