আজকাল ওয়েবডেস্ক: স্ত্রী সহ শ্বশুরবাড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন বেঙ্গালুরুর এক ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, পেশায় প্রযুক্তিকর্মী সুনীল মুলিমনি (৩৩) নামে ওই ব্যক্তির বেলগাঁবি এলাকায় নিজস্ব ইলেকট্রিকের দোকান রয়েছে। সেখানেই তিনি আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে একটি সুইসাইড নোট লিখে রেখে গেছেন বলে জানিয়েছেন সুনীল। জানা গিয়েছে, সুইসাইড নোটে নিজের এই সিদ্ধান্তের জন্য স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনকে দায়ী করে গেছেন তিনি। ঘটনার পর উদ্যোগবাগ থানায় ভারতীয় দণ্ডবিধির নতুন ধারা বিএনএস ১০৮ অনুযায়ী মামলা রুজু করেছে পুলিশ। জানা গিয়েছে, সুনীল ও পূজার বিয়ে হয়েছিল চার বছর আগে। তাদের তিন বছরের একটি সন্তানও রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে বেলগাঁবি ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

পারিবারিক নির্যাতনের কারণে আত্মহত্যার ঘটনা এই প্রথম নয়। মারাথাহল্লির বাসিন্দা আতুল নামে এক ব্যক্তি এর আগে নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন। মৃত্যুর আগে ছ’মিনিটের একটি ভিডিও রেকর্ড করে যান তিনি। তাছাড়া, সুইসাইড নোটে স্ত্রী নিকিতা সিংহনিয়ার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ আনেন। জানা যায়, নিকিতা আতুলের বিরুদ্ধে ৯টি মামলা করেছিলেন, যার মধ্যে ছিল খুনের চেষ্টার অভিযোগ, অস্বাভাবিক যৌন আচরণ এবং মানসিক নির্যাতন। এর আগে বেঙ্গালুরুর বাইয়াপ্পনহাল্লিতে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এক পুলিশ কনস্টেবল। সুইসাইড নোটে লেখা ছিল ওই ব্যক্তির শ্বশুরমশাইয়ের এক বক্তব্য। ওই ব্যক্তিকে তাঁর শ্বশুরমশাই বলেছিলেন, ‘তুই মর, আমার মেয়ে ঠিক থাকবে’। ওই ব্যক্তি লিখে যান, এই ভাষায় তাঁকে অপমান করেছিলেন শ্বশুর। স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ এবং শ্বশুরের লাগাতার অপমান সহ্য করতে না পেরে তিনি এই পদক্ষেপ নেন।