আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুজোর মুখে উদ্ধার দুই হাজার কোটি টাকা মূল্যের ৫০০ কেজি কোকেন। মহালয়ার দিন ব্যাপক শোরগোল দিল্লিতে। এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনও পর্যন্ত এটি দিল্লিতে সবথেকে বড় মাদক উদ্ধারের ঘটনা বলে জানিয়েছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার দক্ষিণ দিল্লিতে তল্লাশি অভিযান চালিয়ে মোট ৫৩৬ কেজি কোকেন উদ্ধার করেছে দিল্লি পুলিশ। যার বাজারমূল্য দুই হাজার কোটি টাকা। সেই মাদক চক্রের চার সদস্যকে গ্রেপ্তারও করেছে দিল্লি পুলিশ। পুলিশের অনুমান, এর পিছনে আন্তর্জাতিক মাদক চক্র জড়িত রয়েছে। তার হদিশ পাওয়া গিয়েছে। মাদক চক্রের সদস্যদের খোঁজ চলছে।
প্রসঙ্গত, রবিবার দিল্লির তিলক নগর এলাকায় তল্লাশি চালিয়ে ৪০০ গ্রাম হেরোইন, ১৬০ গ্রাম কোকেন উদ্ধার করেছিল পুলিশ। এই চক্রে জড়িত ছিল আফগানিস্তানের দুই নাগরিক। তাদের গ্রেপ্তার করেছিল পুলিশ। সেইদিনই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১,৬৬০ গ্রাম কোকেন উদ্ধার করেছিল দিল্লি কাস্টমস। যার বাজারমূল্য ছিল ২৪ কোটি টাকা। দুবাই থেকে দিল্লিতে এসেছিল ফেডেরাল রিপাবলিক অব লাইবেরিয়ার ওই নাগরিক। তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
রবিবারের পর বুধবার আবারও ৫০০ কেজি কোকেন উদ্ধার করা হল। উৎসবের আবহে মাদক পাচারের ছক ভেস্তে দিতে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ। মাদক চক্রে কারা জড়িত, তাদের খোঁজও চলছে একনাগাড়ে।
