আজকাল ওয়েবডেস্ক:  বুধবারের পর বৃহস্পতিবারও দেশের একাধিক জায়গায় লক্ষ্য করে মিসাইল ছুড়ল পাক সেনা। তবে তাদের এই নাশকতার উদ্দেশ্য আবারও ব্যর্থ করেছে ভার‍ত। পাকিস্তানের আটটি মিসাইল আটকে দিয়েছে ভারতের এস-৪০০ সিস্টেম। শুরুতে পর পর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে জম্মুতে। তারপরই  সম্পূর্ণ ব্ল্যাকআউট  করে দেওয়া হয়েছে এলাকা। এছাড়াও রাজস্থানের বিকানের, পাঞ্জাবের জলন্ধর, রাজস্তানের জয়সলমীর, গুরাটের কচ্ছ অন্ধকার করে দেওয়া হয়েছে। ভারত-পাকিস্তান সীমান্তবর্তী কচ্ছের সমস্ত গ্রাম অন্ধকারে ডুবে গিয়েছে। 

?ref_src=twsrc%5Etfw">May 8, 2025

 

ভারতের এস-৪০০ সুদর্শন চক্র প্রতিরক্ষা ব্যবস্থা রাজস্থানের পোখরানে পাকিস্তানিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

 

?ref_src=twsrc%5Etfw">May 8, 2025

এদিকে ধর্মশালায় বাতিল হল আইপিএল ম্যাচ। মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়েছে। দর্শকদের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।

ভারতের ‘অপারেশন সিঁদুর’-আঘাতে থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে পাকিস্তান। তার মধ্যেই বৃহস্পতিবার ফের ভারতের জম্মু এবং রাজস্থানের জয়সলমীরে সন্ত্রাসমূলক হামলার চেষ্টা পাকিস্তানের। ইতিমধ্যেই, গোটা জম্মুতে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। ঘুটঘুটে অন্ধকার ভারতের তিন রাজ্যের একাধিক শহরে। জম্মুতে শোনা যাচ্ছে, এয়ার সাইরেনের শব্দ। 

তবে পাকিস্তানের এই হামলায় এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। জানা গিয়েছে, ভারতের এস-৪০০ ডিফেন্স সিস্টেম পুরোপুরি হামলাকে নষ্ট করে দিয়েছে।

বৃহস্পতিবার রাতে সীমান্তের এপারে পাকিস্তানের দিক থেকে একাধিক রকেট নিক্ষেপ করা হয় জম্মু এবং জয়সলমীরের বিভিন্ন স্থানে। সূত্রের খবর, যার মধ্যে রয়েছে জম্মু সিভিল এয়ারপোর্ট, সাম্বা, আরএস পুরা, আর্নিয়া এবং আশেপাশের এলাকা।

জানা গিয়েছে, মোট আটটি মিসাইল পাকিস্তান থেকে ছোড়া হয়। যার টার্গেট ছিল মূলত অসামরিক এলাকা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জম্মুর এয়ারস্ট্রিপ।

গত ২২শে এপ্রিলের পহেলগাঁওতে হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। এরপরই প্রত্যাঘাত করে ভারত। গত মঙ্গলবার রাতে 'অপারেশন সিঁদুর' অভিয়ান চালানো হয়। ভারত, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে জঙ্গি শিবির লক্ষ্য করে হামলা চালায়। তার একদিন পরই এই ঘটনা ঘটল। ৭-৮ মে, ১৫টি ভারতীয় শহরকে লক্ষ্য করে হামলার ছক কষেছিল পাকিস্তান। কিন্তু ইসলামাবাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেয় ভারতীয় বাহিনী।

পাকিস্তানের হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যেসব শহর সম্পূর্ণ ব্ল্যাকআউটের আওতায় রয়েছে তার একটি তালিকা দেওয়া হল-

জম্মু ও কাশ্মীর
জম্মু, রাজৌরি, উধমপুর, সাম্বা, শ্রীনগরে অন্ধকার করে দেওয়া হয়েছে। ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া পাকিস্তানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ঝলক আকাশে দেখা গিয়েছে। বৃহস্পতিবার জম্মুতে একাধিক জোরে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার সঙ্গে সঙ্গেই এই ঘটনা ঘটে। সমগ্র অঞ্চল জুড়ে ব্ল্যাকআউট এবং সাইরেন সক্রিয় করা হয়েছিল।

আখনুর, সাম্বা, বারামুল্লা এবং কুপওয়ারাতেও সাইরেন শোনা গিয়েছিল।

শ্রীনগর বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে এবং বিমান প্রতিরক্ষা ব্যাটারি সক্রিয় করা হয়েছে।

পাঞ্জাব
জলন্ধর এবং হোশিয়ারপুর সম্পূর্ণ ব্ল্যাকআউট রয়েছে। আগামী তিনদিন পাঞ্জাবের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের সমস্ত স্কুল বন্ধের ঘোষণা।

রাজস্থান
পাকিস্তানের দিক থেকে গুলিবর্ষণের ফলে রাজস্থানের পাকিস্তান সীমান্তবর্তী শহর জয়সলমীর সম্পূর্ণ ব্ল্যাকআউট।

ফালোদি বিমান ঘাঁটির ২০ কিলোমিটার আগে একটি পাকিস্তানি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

উত্তরাখণ্ড
ধর্মশালায় যেখানে পাঞ্জাব দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে, সেখানে চারটি ফ্লাডলাইট টাওয়ারের মধ্যে তিনটি নিভে গেছে। পরে খেলাটি বাতিল করা হয়।