আজকাল ওয়েবডেস্ক: ইপিএফও নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য। তিনি সরাসরি জানিয়ে দিলেন ইপিএফও নিয়ে নতুন দিক এবার শুরু হতে চলেছে। চলতি বছরের জুন মানেই চালু হতে চলেছে ইপিএফও ৩.০। এরফলে দেশের ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে সরাসরি জুড়ে দেওয়া হবে ইপিএফও-কে।
মন্ত্রী আরও জানান, এবার থেকে ইপিএফও একটি বিশেষ এটিএম কার্ড দেবে। এরফলে দেশের যেকোনও ব্যাঙ্কের এটিএম থেকে নিজের টাকা তুলতে পারবেন ইপিএফও গ্রাহকরা। প্রথম দফায় ওয়েবসাইট এবং সিস্টেম আপডেট করার কাজ জানুয়ারি মাসের মধ্যেই শেষ হয়ে যাবে।
দেশের কর্মসংস্থান নিয়েও এদিন কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, মোদি সরকারের আমলে দেশে কর্মসংস্থানের হার বেড়েছে। যেখানে আগে বেকারত্বের হার ৪৭.১৫ কোটি ছিল সেখানে তা ৩৬ শতাংশ কমে গিয়ছে। ইউপিএ আমলে যেখানে ২.৯ কোটি চাকরি হয়েছিল সেখানে নরেন্দ্র মোদির আমলে ১৭.১৯ কোটি অতিরিক্ত চাকরি তৈরি হয়েছে।
বেকারত্বের হারে কৃষিতে ১৬ শতাংশ কমেছিল ইউপিএ আমলে কিন্তু মোদি সরকারের আমলে তা ১৯ শতাংশ কমানো হয়েছে। অন্যদিকে দেশে শিল্পক্ষেত্রে যেখানে ইউপিএ আমলে ৬ শতাংশ ছিল সেখানে মোদি সরকার তাকে বাড়িয়ে ৩৬ শতাংশে নিয়ে গিয়েছে। দেশের বেকারত্বের হার তুলে ধরে এদিন মন্ত্রী বলেন, যেভাবে নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে সেদিক থেকে দেখতে হলে ইপিএফও একটি অন্যতম ভূমিকা রেখেছে। আগামীদিনে এই কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় মোদি সরকার। তাই ইপিএফও ৩.০ নতুন যুগ শুরু করছে ২০২৫ থেকেই।
