আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের রাজধানীতে শ্রীনগর বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শ্রীনগর বিমানবন্দরে সন্দেহভাজন ড্রোন হামলাকে প্রতিহত করার জন্য পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে।
#BREAKING | At least 10 explosions reported in the proximity of the Srinagar Airport in Sringar, Jammu and Kashmir in northwestern Indiahttps://t.co/NvnHiOW8V5 pic.twitter.com/s1Wu2ORexB
— The Global Eye (@TGEThGlobalEye)Tweet by @TGEThGlobalEye
আজ সন্ধ্যায় জম্মুর বেশ কয়েকটি এলাকায় ড্রোন হামলা ও বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। রাতে সাম্বা, পাঠানকোট, অমৃতসর, জয়সলমের, বারমের এবং অন্যান্য এলাকায় পাকিস্তানি ড্রোন দেখা যায়। যা ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী।
জম্মুর বেশ কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনার কিছুক্ষণ পরেই শ্রীনগর বিমানবন্দরের কাছে বিস্ফোরণ ঘটে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জম্মুতে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে শহরে সম্পূর্ণ ব্ল্যাকআউট রয়েছে। তাঁর কথায়, "আমি যেখানে আছি সেখান থেকে মাঝে মাঝে বিস্ফোরণের শব্দ, শুনতে পাচ্ছি।" ওমর আবদুল্লা এক্স পোস্টে অন্ধকার শহরের একটি ছবিও পোস্ট করেছেন, পোস্টটির ক্যাপশনে লিখেছেন, "জম্মুতে এখন ব্ল্যাকআউট। শহর জুড়ে সাইরেন শোনা যাচ্ছে।"
এই অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনার কিছুক্ষণ পরেই জম্মু শহর অন্ধকারে ডুবে যায় এবং সাইরেন বেজে ওঠে।
