আজকাল ওয়েবডেস্ক: সন্ধ্যায় ঘরেই মায়ের সঙ্গে খেলাধুলা করছিল দুই ছেলে। একজনকে মজার ছলে সাজিয়ে দিয়েছিলেন মা। মাথায় ঘোমটা, কপালে টিপ, গলায় হার। ছেলের সাজ দেখে সবাই হেসে লুটোপুটিও খান। এমনকী আট বছরের নাবালকও বেজায় মজায় ছিলেন। এর ঠিক কয়েক ঘণ্টা পরেই মর্মান্তিক পরিণতি ওই পরিবারের চার সদস্যের। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারমেরে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে জলের ট্যাঙ্কে ঝাঁপ দিয়ে ওই পরিবারের চার সদস্য আত্মঘাতী হন। ৩৫ বছরের যুবক, তাঁর স্ত্রী ও দুই নাবালক সন্তান একসঙ্গে আত্মঘাতী হন। বুধবার সকালে তাঁদের দেহ উদ্ধার করে পুলিশ। 

 

পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা মঙ্গলবার রাত থেকেই তাঁদের খোঁজ পাচ্ছিলেন না। অবশেষে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ রাতে তল্লাশি চালিয়ে দেহগুলি উদ্ধার করে। 

 

ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেখানে যুবক জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিষয়ে পারিবারিক অশান্তি ছিল। প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটি আলাদা বাড়ি করে, পরিবার নিয়ে থাকতে চেয়েছিলেন। কিন্তু মা ও দাদার কারণে তা সম্ভব হয়নি। এমনকী সম্পত্তি থেকেও বঞ্চিত হয়েছেন তিনি। সেই কারণেই চরম পদক্ষেপ করেছেন তাঁরা। চিঠিতে এও লিখেছেন, তাঁদের দেহ যেন বাড়ির সামনেই দাহ করা হয়। ঘটনাটি ঘিরে তদন্ত চালাচ্ছে পুলিশ।