আজকাল ওয়েবডেস্ক: গভীর রাতে বন্ধুর জন্মদিনের উদযাপন চলছিল। হঠাৎ কানে এল অদ্ভুত শব্দ। এরপরই ঘটল পরপর অদ্ভুতুড়ে কাণ্ড। রহস্যময়ী এক নারীর কাণ্ডে গ্রামে ছড়াল ভূতের আতঙ্ক। সূর্য ডুবলেই আর কেউ ঘর থেকে বের হচ্ছেন না। এবার এর তদন্তে নামল পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অমরাবতীতে। ছাত্রী তালাব এলাকায় ভুতুড়ে কাণ্ড ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। একদল যুবক জানিয়েছে, ওই এলাকায় একটি পুকুর পাড়ে তাঁরা এক বন্ধুর জন্মদিন উদযাপন করছিলেন। সেই সময়ে কালো পোশাক পরিহিতা এক রহস্যময়ী নারী এগিয়ে আসেন তাঁদের দিকে। এরপরই অদ্ভুতুড়ে ঘটনাগুলি ঘটে‌। 

 

এক যুবক জানিয়েছেন, জায়গাটি বেশ জনপ্রিয়। প্রায়ই অনেকেই ঘুরতে আসেন। সেদিন রাতে এক বন্ধুর জন্মদিনের কেক কাটার সময় হাসিঠাট্টার মাঝে হঠাৎ অদ্ভুত শব্দ সকলের কানে পৌঁছয়। তখনই অন্ধকার জঙ্গল থেকে এক রহস্যময়ী নারীকে বেরিয়ে আসতে দেখেন। আপাদমস্তক কালো পোশাকে ঢাকা ছিলেন। 

 

প্রথমে সকলেই ভেবেছিলেন, কেউ হয়তো ঠাট্টা করছেন। মজার ছলে ভূতের ভয় দেখাচ্ছেন। কিন্তু কয়েক মিনিট ধরেই সেই অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল। কোথা থেকে শব্দটি আসছে, খুঁজতে একজন এগিয়ে গিয়েছিলেন। তিনিই দেখেন জলের ধারে ওই রহস্যময়ী দাঁড়িয়ে আছেন। কয়েক সেকেন্ড পরেই সেই নারী যুবকের উপর ঝাঁপিয়ে পড়েন। আঁচড়েও দেন। ভয়ে, আতঙ্কে ছুটে পালিয়ে আসেন ওই যুবক। 

 

পরে দেখা যায়, ওই যুবকের পিঠে একাধিক আঁচড়ের দাগ। পুলিশেও জানানো হয়। ঘটনাটি ঘিরে তদন্ত চলছে‌। কেউ ঠাট্টা করেছেন, নাকি কোনও প্যারানরমাল অ্যাক্টিভিটি তাও খতিয়ে দেখা হচ্ছে। গ্রামবাসীদের অযথা আতঙ্ক ছড়াতেও নিষেধ করা হয়েছে।