আজকাল ওয়েবডেস্ক: যোগী আদিত্যনাথের রাজ্যে নিজের বাড়িতেও সুরক্ষিত নয় দুই বছরের শিশুকন্যা। ভাড়াটে প্রৌঢ়ের যৌন লালসার শিকার সে। ভয়াবহ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যেই। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফফর নগরে। অভিযুক্ত ৫০ বছরের শিব কুমার। কয়েক মাস ধরে ওই এলাকাতেই একটি বাড়িতে ভাড়া থাকত। ওই বাড়িতেই দুই বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে সে। বুধবার এই খবর প্রকাশ্যে এনেছে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেপ্তার করা হয়েছে। 

 

পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছে, প্রায়শই খুদে মেয়েটির সঙ্গে সকলের সামনেই খেলাধুলা করত শিব। সেদিন সকলের ব্যস্ততার সুযোগ নিয়ে নিজের ঘরে খেলতে ডাকে তাকে। ছুটতে ছুটতে খেলতে যায় শিশুটি। ওই ঘরেই খেলার নাম করে শিশুকন্যাকে ধর্ষণ করে সে। যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে থাকে নির্যাতিতা। তা শুনেই ছুটে আসেন বাড়ির সকল সদস্যরা। 

 

অভিযুক্তকে আটকে রেখেই পুলিশে খবর দেন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। প্রৌঢ়ের বিরুদ্ধে পকসো ধারা ও ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত এখনও চলছে।