আজকাল ওয়েবডেস্ক: আরও শক্তি বাড়াল ঘূর্ণিঝড় 'ডানা'। শক্তি সঞ্চয় করে প্রবল গতিতে ধেয়ে আসছে 'ডানা'। আর কয়েক ঘণ্টা পরেই দাপট শুরু হবে ঘূর্ণিঝড়ের। আজ, বৃহস্পতিবারেই আছড়ে পড়বে 'ডানা'। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'ডানা'। বুধবার মধ্যরাতেই সে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। পাশাপাশি বদলে গিয়েছে ল্যান্ডফলের অবস্থান।
আবহাওয়া দপ্তরের তরফে আগে জানানো হয়েছিল, ওড়িশার পুরী ও বাংলার সাগরদ্বীপের মাঝে কোনও একটি এলাকায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'ডানা'। গতকাল সন্ধেয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মধ্যরাত এবং আগামিকাল ভোরের মধ্যে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে দিয়ে অতিক্রম করতে পারে সাইক্লোন। তবে ওড়িশার ভিতরকণিকা থেকে ধামরার মধ্যে আছড়ে পড়তে পারে 'ডানা'। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি।
হাওয়া অফিস আরও জানিয়েছে, বর্তমানে সাগরদ্বীপ থেকে মাত্র ৩৭০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড় 'ডানা'। ওড়িশার পারাদ্বীপ থেকে এটি ২৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে। ধামারা থেকে ৩১০ কিলোমিটার দূরে রয়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়।
উপকূলের দিকে যত এগোচ্ছে, ততই দাপট দেখাচ্ছে ঘূর্ণিঝড় 'ডানা'। ওড়িশার উপকূলে ইতিমধ্যেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে। ফুঁসছে সমুদ্র। হাই অ্যালার্ট জারি রয়েছে ওড়িশার উপকূলবর্তী সব জেলায়।
