আজকাল ওয়েবডেস্ক: আধুনিকীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ‘অত্যাধুনিক সৈনিক’ তৈরির ওপর জোর দিচ্ছে ভারতীয় সেনা। নতুন প্রজন্মের এই সৈনিকদের অত্যাধুনিক প্রযুক্তি যেমন এফ-ইনসাস, উন্নত গতিশীল যানবাহন, এবং নাইটভিশন থাকছে বলে জানা গিয়েছে। ৬৪তম ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্সে সেনাবাহিনীর স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এই ঘোষণা করেন।

 

 

তিনি জানান, ভবিষ্যতের সংঘর্ষের জন্য এই নয়া সেনাবাহিনীকে প্রস্তুত করার লক্ষ্য নেওয়া হয়েছে। উচ্চ পার্বত্য অঞ্চলে উপযোগী উন্নত অস্ত্র, প্রযুক্তি এবং সরঞ্জামগুলোর সাহায্যে সেনাবাহিনী স্মার্ট সোলজার গড়ে তুলতে চায়। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর এই আধুনিকীকরণ উদ্যোগ ভারতের ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত দেশ হওয়ার প্রকল্পের অন্যতম অংশ। 

 

 

তবে শুধু উন্নত সেনাবাহিনী তৈরি নয়, বরং একটি আত্মনির্ভর ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম বাহিনী গড়ে তোলাই মূল লক্ষ্য। স্মার্ট সোলজারের পাশাপাশি নজরদারি ক্ষমতা বাড়ানোর জন্য ন্যানো ড্রোন এবং স্যাটেলাইট প্রযুক্তিও গ্রহণ করছে ভারতীয় সেনা। পাশাপাশি, ড্রোন প্রযুক্তিতে আরও উন্নতি করতে বিশেষ গবেষণা কেন্দ্রও তৈরি করার ভাবনা চলছে।