আজকাল ওয়েবডেস্ক: দীপাবলির উৎসবের আমেজে ঝলমল করছে হায়দরাবাদের গুগল অফিস। রঙিন আলোকসজ্জা, উজ্জ্বল রঙোলি ডিজাইন এবং দীপের আলোয় সাজানো গোটা অফিস যেন উৎসবের এক টুকরো প্রতিচ্ছবি।

ভ্লগার নিহার দারণে ইনস্টাগ্রামে অফিসের এই দীপাবলি উদযাপনের একটি ভিডিও শেয়ার করেছেন, যা ইতিমধ্যেই ৩.৭৪ লক্ষ ভিউ ছাড়িয়ে গেছে। ভিডিওতে দেখা গেছে, গুগলের কর্মীরা আনন্দে মেতে উঠেছেন।

কেউ নিজের ডেস্ক সাজাচ্ছেন, কেউ আবার কার্ড বানাচ্ছেন, সবাই মিলে ভাগ করে নিচ্ছেন নানা রকম মিষ্টি ও স্ন্যাক্স। দীপাবলির ভোজও ছিল সমৃদ্ধ — নান, কুলচা, নানা প্রকারের মিষ্টান্ন ও ডেজার্টে ভরপুর ছিল টেবিল। উৎসবের আনন্দে কর্মীদের মুখে ছিল খুশির ঝলক।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by NiharDarnayVlogs | YouTuber & Vlogger ???? (@the.indianmunda)