আজকাল ওয়েবডেস্ক : স্বাধীনতা দিবসের আগে দিল্লি থেকে গ্রেপ্তার এক আইসিস জঙ্গি। রাজধানীর বুক থেকে এই জঙ্গি গ্রেপ্তারের পর গোটা রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লির দরিয়াগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। বহুদিন ধরেই রিজওয়ান আলি নামে এই জঙ্গিকে খুঁজছিল এনআইএ। তাঁর বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপের অভিযোগ রয়েছে।


বৃহস্পতিবার রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে রাত ১১ টা নাগাদ রিজওয়ানের একটি পার্কে আসার কথা ছিল। এরপরই স্পেশাল সেলের জালে ধরা পড়ে যায় এই দাগী জঙ্গি। তাঁর কাছ থেকে একটি পিস্তল, তিনটি কার্তুজ পাওয়া গিয়েছে। দুটি মোবাইল ফোনও তাঁর কাছ থেকে বাজেয়াপ্ত করেছে দিল্লি পুলিশ। দিল্লির বুকে রিজওয়ান কী ধরণের জঙ্গি কার্যকলাপ চালানোর চেষ্টা করছিল তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। এনআইএ রিজওয়ানের গ্রেপ্তারির উপর ৩ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা করেছিল। ধৃতের সঙ্গে আইসিসের সক্রিয় যোগাযোগ ছিল বলেই জানা গিয়েছে।


পুনে মডিউলে জঙ্গি কার্যকলাপ চালানোর ছক ছিল রিজওয়ানের। দিল্লির ভিআইপি এলাকায় বেশ কয়েকবার রিজওয়ানকে দেখা গিয়েছিল। ইউএপিএ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। দিল্লিতে আর কোথায় জঙ্গিরা ঘাঁটি দিয়ে বসে রয়েছে তা জানার জন্য রিজওয়ানকে চলছে জিজ্ঞাসাবাদ। এদিকে এই গ্রেপ্তারির পর দিল্লিতে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। আইসিস এবং আল কায়দা জঙ্গিদের পোস্টার ছাপিয়ে সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়েছে। দিল্লির বিভিন্ন পয়েন্টে চলছে জোর নাকা তল্লাশি।