আজকাল ওয়েবডেস্ক: রাত তখন গভীর হচ্ছে। ঘুমানোর তোড়জোড় করছিলেন গুজরাটের আমরেলিতে মুলুভাই রামভাই লক্ষ্ণোত্রার পরিবারের সদস্যরা। সেই সময়ই এক অদ্ভূত আওয়াজ কানে আসে। মেলে অন্যরকম গন্ধ। এরপরই ধড়ফরিয়ে উটে পড়েন সকলে। তারপর যাকে দেখলেন, তাতেই আত্মারাম খাঁচা। ভয়ে সকলেই বেরিয়ে আসেন বাড়ির বাইরে, জুড়ে দেন চিল চিৎকার।

মুলুভাই রামভাই লক্ষ্ণোত্রার বাড়িতে রাতেই ঢুকে পড়েছিল একটি সিংহ! রান্নাঘরের মাচায় ঘাপটি মেরে বসেছিল সে। অনুমান, ছাদের একটি খোলা অংশ দিয়ে প্রবেশ করেছিল সিংহটি। এরপর অন্ধকার ঘরে খতিয়ে দেখছিল সব।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, সিংহটি দেয়ালের উপরে বসে রান্নাঘরে উঁকি দিচ্ছে। একজন গ্রামবাসী তার মুখের উপর টর্চলাইট ফোকাস করার সময় সে চারপাশে তাকাচ্ছে। এক মুহূর্তের জন্য, সে ক্যামেরার দিকেও তাকিয়েছিল, অন্ধকারে তার চোখ জ্বল জ্বল করছে।

 

?ref_src=twsrc%5Etfw">April 2, 2025

সকলের চেঁচামিচি, বাঁশ হাতে ভয় দেখানোর চলে প্রায় ঘন্টা দু'য়েক। শেষপর্যন্ত সিংহটিকে চলে যায়। কেউ জখম হননি। 

এই প্রথমবার নয় যে গুজরাটে সিংহ কোনও আবাসিক এলাকায় ঢুকে পড়েছে। চলতি বছর ফেব্রুয়ারির শুরুতে, গুজরাটের ভাবনগর-সোমনাথ মহাসড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। কারণ, এক এশীয় সিংহকে রাস্তায় হাঁটতে দেখা গিয়েছিল। পরে সিংহটিকে একটি সেতু পার হতে দেখা যায় এবং গাড়ি, ট্রাক এবং বাইক থামিয়ে সিংহটিকে মহাসড়ক পার হতে দেওয়া হয়।