আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি এক তরুণী দাবি করেছেন অনুমতি ছাড়াই তাঁর ভিডিও তোলা হয়েছে। একাধিকবার পোস্টটি সরিয়ে নেওয়ার ও অ্যাকাউন্ট রিপোর্ট করার প্রচেষ্টা সত্ত্বেও, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর চার্চ স্ট্রীটে। 'স্ট্রিট ফ্যাশন'-এর নাম করে মহিলাদের সম্মতি ছাড়াই ভিডিও ধারণ করা ছবি তোলা আজকাল একপ্রকার 'ট্রেন্ড' হয়ে গিয়েছে। আর এটি ঘিরেই উঠেছে নানা প্রশ্ন৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, তরুণীর অনুমতি ছাড়া ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়৷ এরপর থেকে টেক্সটে তরুণী অশ্লীল বার্তা পেতে শুরু করেন। তরুণী অনেকবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যুবককে জানান পোস্টটি তুলে নিতে। কিন্তু কোনও ফল পাননা৷ সূত্রে জানা যায় সোশ্যাল মিডিয়ায় ওই অ্যাকাউন্টটিতে একাধিক মহিলার ছবি এবং ভিডিও পোস্ট করা রয়েছে।
তরুণী তাঁর পোস্টে সরাসরি বেঙ্গালুরু পুলিশকে ট্যাগ করে অ্যাকাউন্টটি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি তাঁর অনুসারীদের অ্যাকাউন্টটি রিপোর্ট করার জন্য তার সঙ্গে যোগ দেওয়ারও আহ্বান জানিয়েছেন।
খবর অনুসারে, এই পেজে বেশ কিছু ভিডিও রয়েছে যেখানে মহিলারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন,অথচ তাঁরা জানেনই না তাঁদের রেকর্ড করা হচ্ছে। 'ইন্ডিয়ান ওয়াক'@IndianWalk অ্যাকাউন্টটির ১১,০০০ এরও বেশি ফলোয়ার রয়েছে। 'স্ট্রিট ফ্যাশন' ধারণ করার দাবি করে। প্রায়শই বেঙ্গালুরুর ব্যস্ত চার্চ স্ট্রিট ও ব্রিগেড রোডের আশেপাশে পিছন থেকে লোকজনকে অদ্ভুত দৃষ্টিকোণ থেকে ক্যামেরাবন্দি করতে দেখা যায় এই পেজে৷
ঘটনার জেরে তরুণী বেঙ্গালুরু এবং সাইবার ক্রাইম পুলিশের কাছে অ্যাকাউন্টটি সরিয়ে ফেলার জন্য সাহায্যের অনুরোধ করেছে।বেঙ্গালুরু পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। মহিলাদের অনুমতি ছাড়া চিত্রগ্রহণের জন্য কন্টেন্ট নির্মাতাকে গ্রেপ্তার করে পুলিশ৷ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত কে আর পুরমের বাসিন্দা গুরুদীপ সিং। বর্তমানে পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে।
