আজকাল ওয়েবডেস্ক: প্রেমিকের সঙ্গে তিন বছর ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক বোনের। বাড়িতে কাউকে না জানিয়ে পালিয়েও যাচ্ছিলেন। হাতেনাতে ভরা রাস্তায় দু'জনকে ধরলেন দাদা। এরপরই নাটকীয় মোড়। ভরা রাস্তায় তুমুল অশান্তি দাদা ও বোনের। সম্পর্ক নিয়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে ইট দিয়ে মাথায় আঘাত করে ভালবাসার প্রমাণ করতে উঠেপড়ে লাগলেন তরুণীর প্রেমিক। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হরিদ্বারের মাঙ্গলৌর হাইওয়েতে। বিকেলবেলায় যেন সিনেমার দৃশ্য ভরা রাস্তায়। প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছিলেন বোন। হাতেনাতে দু'জনকে ধরে ফেলেন তরুণীর দাদা। এরপরই ভরা রাস্তায় তুমুল অশান্তি। হাতাহাতি। যা দেখার জন্য ভিড় জমে যায় পথচলতি মানুষের। কেউ কেউ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু সব চেষ্টাই বিফলে যায়। ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। 

 

ভিডিওটি দেখা গেছে, একটি খাবার দোকানের বাইরে দাদা আর বোনের তুমুল বচসা চলছে। পথচলতি কয়েকজন মানুষ দু'জনকেই থামানোর চেষ্টা করেন। কিন্তু তাঁদের তোয়াক্কা না করেই দাদা ও বোনের কথা কাটাকাটি চলতেই থাকে। একটা সময়ের পর দোকানের মালিক বাইরে এসে চেঁচামেচি করে তাঁদের তাড়িয়ে দেন। ব্যাগ নিয়ে এলাকা থেকে বেরিয়ে যেতে বলেন। 

 

কিন্তু কী নিয়ে ঝামেলা? জানা গেছে, ওই তরুণী ও তাঁর প্রেমিকের তিন বছরের সম্পর্ক রয়েছে। বাড়িতে কেউ এই সম্পর্ক মেনে নেবেন না, আশঙ্কা থেকেই দু'জনে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনার বিষয়ে জানতে পেরেছিলেন তরুণীর দাদা। যেদিন প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার কথা ছিল, সেদিন বিকেলে ভরা রাস্তায় বোনের পথ আটকে অশান্তি শুরু করেন দাদা। 

 

আরও পড়ুন: ছট পুজোয় আরও সস্তা সোনা? একদিনেই দামে বিরাট হেরফের, দেখে নিন কলকাতায় ২২ ক্যারাটের দাম কত

 

তরুণীর দাদার দাবি, এভাবে বাড়ির কাউকে না জানিয়ে পালিয়ে যাওয়া যাবে না। দু'টি উপায় রয়েছে। এক, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বিয়ে করতে হবে। নয়ত বিচ্ছেদের পথেই হাঁটতে হবে। কিন্তু কাপুরুষের মতো পালিয়ে যাওয়া যাবে না। দাদা ও বোনের এই ঝামেলায় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন তরুণীর প্রেমিক। চাপ সহ্য করতে না পেরে, ইট দিয়ে নিজের মাথায় আঘাত করতে শুরু করেন। 

 

?ref_src=twsrc%5Etfw">October 24, 2025

ভিডিওর ক্যাপশনে লেখা, 'দাদা ও বোনের অশান্তি হরিদ্বারের মাঙ্গলৌর হাইওয়েতে। প্রেমিকের সঙ্গে বোনের পালিয়ে যাওয়া আটকে দিতে যান দাদা। প্রেমিক তরুণ ইট দিয়ে নিজের মাথায় আঘাত করেন। দাদার মতে, তিন বছর ধরে তাঁরা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত। বিয়ে নয়ত বিচ্ছেদের দাবি করেছেন তরুণীর দাদা।' 

 

এখনও পর্যন্ত প্রায় চার লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন। হাজার হাজার লাইক ও কমেন্টে ভরে গেছে পোস্টটি। একজন লিখেছেন, 'দাদা একজন অভিভাবক। বোনের মঙ্গলের জন্য ঠিক দাবিই তো করেছেন। সম্পর্ক ভাঙতে তো জোর করেননি।' আরেকজন লিখেছেন, 'অতীতে হাত কেটে ভালবাসার প্রমাণ দিতেন। এখন মাথায় আঘাত করে ভালবাসার প্রমাণ দিতে হয়।' এক তরুণ লিখেছেন, 'প্রেমানন্দ জি মহারাজ ঠিক কথাই বলেন, একজন সঠিক মানুষ বেছে বিয়ে করে নিন। উল্টোপাল্টা সম্পর্কের জালে আর জড়াবেন না।'