আজকাল ওয়েবডেস্ক: আজ সকাল ১০:৩০ টায় ‘অপারেশন অভ্যাস’-এর অংশ হিসেবে দিল্লির একটি বিদ্যালয়ে মহড়ার সাইরেন বাজতেই আতঙ্কে কেঁদে ওঠে এক নার্সারি শ্রেণির ছাত্র। বাবার নাম ধরে ডেকে ওঠা শিশুর কান্না সবার মন ছুঁয়ে যায়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সারা দেশের ২৪৪টি সিভিল ডিফেন্স জেলায় এই মহড়া অনুষ্ঠিত হয়।
দিল্লিতে ৫৫টি স্থানে এবং ৫০০-র বেশি বিদ্যালয়ে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মহড়া চলে। রাজধানীর অটল আদর্শ বাঙালি বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের খোলা মাঠে নিয়ে যাওয়া হয়। বই, ব্যাগ বা হাত দিয়ে মাথা ঢেকে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রিন্সিপাল ইরশাদ কনওয়ার বলেন, “যদি ভবিষ্যতে কোনো আক্রমণ বা প্রাকৃতিক দুর্যোগ ঘটে, তার জন্যই আমাদের প্রস্তুতি নিতে হবে।” মহড়া শেষে শিক্ষকদের রোল কলের মাধ্যমে নিশ্চিত করা হয় সকল ছাত্রীর উপস্থিতি।
দেশে যুদ্ধকালীন সতর্কতা জারি থাকায় ১৯৭১ সালের পর এই প্রথমবার সিভিল ডিফেন্স রুলস ১৯৬৮ অনুযায়ী জাতীয় মহড়া অনুষ্ঠিত হলো। পহেলগাঁও হামলার প্রতিশোধ হিসেবে ভারত বুধবার পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে।
