আজকাল ওয়েবডেস্ক: কখনও ঠোঁটে চুমু, কখনও বিছানায় শুয়ে লাগামহীন আদর। একের পর এক ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তারিয়ে তারিয়ে সকলে উপভোগ করছিলেন শুরুতে। কিন্তু আসল সম্পর্ক জানতে পেরেই রেগে আগুন নেটিজেনরা। কারণ? তাঁরা সম্পর্কে মা-ছেলে। দু'জনের এমন অশালীন ভিডিও দেখে তুমুল নিন্দা করছেন সকলে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কয়েকটি ভিডিও। প্রতিটি ভিডিওর এককোণে লেখা 'মা ও ছেলে'। ভিডিওগুলোতে তাঁকে কখনও ছেলেকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খেতে দেখা গেছে, কখনও বা গলায় আদরের দাগ দিতে, কখনও আবার বিছানায় শুয়ে তুমুল আদর করতেও দেখা গেছে। একনজরে ভিডিওগুলো দেখে অনেকেরই মনে হয়েছে, যুবতীর বয়সে ছোট কোনও প্রেমিকের সঙ্গে আদুরে মুহূর্ত। কিন্তু আসল সম্পর্ক জানতেই প্রশ্ন তুলেছেন অনেকেই।
কয়েকজন লিখেছেন, 'স্বামীর মতো ছেলেকে কেউ সোহাগ করে? এইধরনের ভিডিও দেখলে ঘৃণাই আসে।' আবার একজন, 'পবিত্র একটা সম্পর্ক নিয়ে ছিনিমিনি খেলা উচিত না। সন্তানের চোখে দেখলে কোনও মা এমন আচরণ করতে পারতেন না।' প্রসঙ্গত, যুবতী ভ্যালেন্টাইন্স ডে-তেও ছেলের সঙ্গেই আদুরে মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন। অথচ স্বামীর সঙ্গে কোনও ভিডিও দেননি। তা নিয়েও সমালোচনা করেছেন কেউ কেউ।
যুবতীর ইনস্টাগ্রাম প্রোফাইলে লেখা, তিনি একজন সৎ মা। অর্থাৎ ছেলেটি তাঁর নিজের সন্তান নন। তবুও তাঁর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। কেউ কেউ মা-ছেলের এই সম্পর্ক নিয়ে কোনও সমালোচনাই করেননি। মা-ছেলে হলেও তাঁরা যে একে অপরের কাছের বন্ধু, তাই মনে হয়েছে একাংশের।
