আজকাল ওয়েবডেস্ক: লখনউ থেকে পড়তে গিয়েছিলেন মুম্বইয়ে। যুবকের দেহ উদ্ধার হল ভাড়া ঘরে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, যুবকের মৃত্যুর পিছনে থাকতে পারে র ্যাগিং। সাম্প্রতিক সময়ে একাধিকবার র ্যা্যাগিং- এর অভিযোগ উঠে এসেছে নানা জায়গায়। 

 

ওই পড়ুয়ার নাম অনুরাগ জসওয়াল। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, যুবক মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের পড়ুয়া ছিলেন। শুক্রবার রাতে বাসিতে বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে যান তিনি। সেখানে অন্তত দেড়শোজন একসঙ্গে ছিলেন বলে জানা গিয়েছে। শনিবার সকালে অনেকক্ষণ পর্যন্ত যুবককে উঠতে না দেখে, ওই ভাড়া ঘরে তাঁর সঙ্গেই থাকা বাকিরা দ্রুত হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তদন্তের প্রাথমিক পর্যায়ে ওই তিনজনকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

 

ওই পড়ুয়ার পরিবারকে খবর দিয়েছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মুম্বইয়ে পৌঁছনোর পরেই যেন ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পুলিশ ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছে। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি এখনও। শুরু হয়েছে তদন্ত।