আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর'। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ পর্যটকের মৃত্যুর ১৫ দিন পর পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা ভারতের। রাতের অন্ধকারে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতের জল, বায়ু, স্থল সেনা। উত্তপ্ত পরিস্থিতি আন্তর্জাতিক সীমান্তেও। এই পরিস্থিতিতে উত্তর ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হল। বিমান পরিষেবা বন্ধের ঘোষণা করেছে একাধিক বিমান সংস্থা। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, 'অপারেশন সিঁদুর'-এর পর শ্রীনগর বিমানবন্দর পুরোপুরি ভারতীয় বায়ুসেনার দখলে রয়েছে। শ্রীনগর বিমানবন্দরে যাত্রীবাহী উড়ান ওঠানামা পুরোপুরি বন্ধ করা হয়েছে। কবে ফের পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনও জানা যায়নি। 

বুধবার উত্তর ভারতের কমপক্ষে ১৮টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। শ্রীনগর, লেহ, অমৃতসর, চণ্ডীগড়, জম্মু, পাঠানকোট, যোধপুর, জয়সলমীর, সিমলা, ধর্মশালা, জামনগর সহ উত্তর ভারতের একাধিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রয়েছে। এখনও পর্যন্ত ২০০টি বিমান বাতিল হয়েছে। এই ১৮টি বিমানবন্দরে পুরোপুরিই বন্ধ বিমান ওঠানামা। 

'অপারেশন সিঁদুর'-এর পর এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আকাসা এয়ার এবং একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা আজ ১৮টি বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ করার ঘোষণা করেছে। এদিন যাত্রীদের আগেভাগেই সতর্ক করেছে সংস্থাগুলি।