আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাক যুদ্ধ আবহে বড় সিদ্ধান্ত। প্রত্যাঘাত, আঘাতের মাঝেই, ভারত সরকারের আট হাজার এক্স অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ। বিবৃতি দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল এক্স। এক্স-এর তরফে জানানো হয়েছে, ভারত সরকারের কাছ থেকে এক্স-কে ৮,০০০-এরও বেশি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এবং বিশিষ্ট এক্স ব্যবহারকারীদের অ্যাকাউন্টগুলিতে ভারতে অ্যাক্সেস ব্লক করার দাবি জানানো হয়েছে বলে দাবি সংস্থার।

 

?ref_src=twsrc%5Etfw">May 8, 2025

 

একই সঙ্গে সংস্থা জানিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই, ভারত সরকার নির্দিষ্ট করেনি যে কোন অ্যাকাউন্ট থেকে কোন পোস্টগুলি ভারতের স্থানীয় আইন লঙ্ঘন করেছে। উল্লেখযোগ্য সংখ্যক অ্যাকাউন্টের ক্ষেত্রে, অ্যাকাউন্টগুলি ব্লক করার কোনও প্রমাণ বা যুক্তি দেওয়া হয়নি বলেও দাবি সংস্থার। তবে, নির্দেশ অনুযায়ী ভারতে ওই অ্যাকাউন্টগুলি বন্ধ রাখা হবে। যাঁদের অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে, তাঁরা চাইলে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কোন উপায়ে, কীভাবে, তাও জানিয়েছে এক্স। 

যুদ্ধ আবহ ভারত-পাকিস্তানের। পহেলগাঁও হামলার পর ৭ মে প্রত্যাঘাত করেছে ভারত। তারপর থেকে একেবারে যুদ্ধ পরিস্থিতি। বৃহস্পতিবার ভারতের ১৫টি জায়গায় হামলা চালায় পাকিস্তান। বিবৃতি দিয়ে সেকথা জানিয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রক। দুই দেশের যুদ্ধ আবেহে শুরু থেকেই মিটিয়ে নেওয়ার, সংযত থাকার বার্তা দিয়েছে আমেরিকা। বৃহস্পতিবারও ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। এস জয়শঙ্কর সমাজমাধ্যমে জানিয়েছেন সেকথা।