আজকাল ওয়েবডেস্ক:‌ কৃষক আন্দোলনের জেরে রাজধানীতে শুক্রবার ফের চাক্কা জ্যামের আশঙ্কা। শুক্রবার দিল্লি অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনরত কৃষকরা। দুপুর একটায় শম্ভু বর্ডার থেকে বিক্ষোভ মিছিল শুরু হওয়ার কথা।


শুক্র সন্ধেয় হরিয়ানার আম্বালায় কৃষকদের জমায়েত রয়েছে। যদিও প্রশাসনের তরফে এই জমায়েতের অনুমতি দেওয়া হয়নি।


জানা গেছে, দুপুর একটা থেকে সংসদ ভবন অভিযান শুরু করার কথা কৃষকদের। চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার সংসদ অভিযানের ডাক দিয়েছেন কৃষকরা। এর আগে সোমবারও সংসদ অভিযানের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু নয়ডায় আন্দোলনকারী কৃষকদের আটকে দেয় পুলিশ। কিন্তু কৃষকদের বিপুল জমায়েতের ফলে সীমান্তের দু’‌দিকেই বিপুল যানজটের সৃষ্টি হয়। 


এদিকে, কৃষকদের এই কর্মসূচির কথা মাথায় রেখে বৃহস্পতিবার রাত থেকে দিল্লি–পাঞ্জাব এবং দিল্লি–হরিয়ানা সীমানায় নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। তার পরেও শুক্রবার সকালে দিল্লিতে যানজটের আশঙ্কা করা হচ্ছে।


কৃষক সংগঠন সংযুক্ত কিসান মোর্চা (অরাজনৈতিক)–র ডাকে এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তার দাবিতে মিছিল করে সংসদ ভবনে যাওয়ার পরিকল্পনা করেছেন কৃষকেরা। তবে মাঝপথেই তাঁদের এই মিছিল আটকে দেওয়া হবে বলে জানা গিয়েছে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ছাড়াও ঋণ মকুব, পেনশনের বন্দোবস্ত, বিদ্যুতের বিল বৃদ্ধি না করার দাবি তুলেছেন এই কৃষকেরা। তা ছাড়াও ২০২১ সালে লখিমপুর খেরির ঘটনায় বিচারের দাবিও তোলা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি থেকে দিল্লি লাগোয়া পাঞ্জাব এবং হরিয়ানার সীমানা শম্ভু এবং খানাউড়ি সীমানায় অবস্থানে বসে রয়েছেন কৃষকদের একাংশ।