আজকাল ওয়েবডেস্ক: কালীপুজোর আবহে গণধর্ষণের শিকার ১৬ বছরের এক কিশোরী। পরিবারের সঙ্গে অশান্তির পর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল কিশোরী। দু'দিন পর সমুদ্র সৈকতে মিলল তার দেহ। অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করেছে পুলিশ। মেডিক্যাল টেস্টের পরেই ধরা পড়ে, সে গণধর্ষণের শিকার।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে পুদুচেরিতে। কিশোরী মুম্বইয়ের বাসিন্দা। দীপাবলিতে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে এসেছিল। ৩০ অক্টোবর বাড়িতে সামান্য ঝামেলা হয়। এরপর বেরিয়ে যায় বাড়ি থেকে। বাইরে ঘোরাঘুরি করবে, এই পরিকল্পনা করে একটি অটোতে উঠেছিল কিশোরী। সেই অটোচালক কিশোরীকে একটি গেস্ট হাউসে নিয়ে। সেখানে তাকে ধর্ষণ করে রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে যায়।
সেখানে জ্ঞান ফেরার পর পথচলতি একটি গাড়ি হাত দেখিয়ে থামায় কিশোরী। অদূরেই তাকে ছেড়ে দেওয়ার জন্য আর্জি জানায়। গাড়িটিকে ছিল কয়েকজন তথ্যপ্রযুক্তি কর্মী। তারা মুহূর্তের মধ্যে রাজিও হয়ে যায়। এরপর গাড়ির মধ্যে কিশোরীকে গণধর্ষণ করে তারা। পাশে সমুদ্র সৈকতে কিশোরীকে ফেলে রেখে তারা পালিয়ে যায়।
পরেরদিন কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। গণধর্ষণের ঘটনাটি চিকিৎসকরা জানাতেই, তদন্ত শুরু করে পুলিশ। গোটা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তারা। এরমধ্যেই কিশোরীর বাবা, মা নিখোঁজ ডায়েরি করেন থানায়। তদন্ত এগোতেই অটোচালক এবং তথ্যপ্রযুক্তি কর্মীদের সন্ধান পাওয়া যায়। ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আরও তিনজনের খোঁজে চলছে তল্লাশি অভিযান।
