আজকাল ওয়েবডেস্ক: অভিযোগ, বছরের পর বছর ভারতের নানা গোপন তথ্য তুলে দিয়েছেন পাকিস্তানের হাতে। অপারেশন সিঁদুরের সময়েও নানা তথ্যের হাতবদল। অভিযোগ, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে বছরের পর বছর ধরে গুপ্তচরবৃত্তি করেছেন। সেই অভিযোগেই নৌবাহিনির সদর দপ্তর থেকে গ্রেপ্তার এক, নাম বিশাল যাদব।


ওই ব্যক্তি নৌ সদর দপ্তরের একজন ক্লার্ক বলে জানা গিয়েছে। হরিয়ানার বাসিন্দা ওই ব্যক্তিকে রাজস্থান পুলিশের গোয়েন্দা শাখা গ্রেপ্তার করেছে বলে খবর সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে।

বিষ্ণুকান্ত গুপ্ত, এক ঊর্ধতন পুলিশ কর্তা ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, রাজস্থানের সিআইডি গোয়েন্দা ইউনিট পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলির দ্বারা পরিচালিত গুপ্তচরবৃত্তির কার্যকলাপ ক্রমাগত পর্যবেক্ষণ চালাচ্ছে ক্রমাগত। নজরদারির সময় যাদবের উপর নজর রাখা হয়েছিল। জানা গিয়েছে, নৌবাহিনীর ওই কর্মী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার একজন মহিলার সঙ্গে যোগাযোগ রাখছিলেন ক্রমাগত।

ওই মহিলার নাম প্রিয়া শর্মা। জানা গিয়েছে, ওই মহিলা তথ্যের বিনিময়ে যাদবকে বিপুল টাকাও দিয়েছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিশাল যাদব অনলাইন গেম খেলতে আসক্ত ছিলেন। সেখানে বারবার হেরে বিপুল ঋণ হয় তাঁর। তিনি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং অ্যাকাউন্টের মাধ্যমে এবং সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিতেন ওই পাক মহিলা। 

জয়পুরের কেন্দ্রীয় জিজ্ঞাসাবাদ কেন্দ্রে বিভিন্ন গোয়েন্দা সংস্থা যৌথভাবে বিশাল যাদবকে জিজ্ঞাসাবাদ করছে।এই চক্রে তাঁর সঙ্গে আর কারা কারা জড়িত? কবে থেকে চলছে এই তথ্য পাচারের কাজ, তদন্তকারী আধিকারিকেরা তদন্ত চালাচ্ছে।