আজকাল ওয়েবডেস্ক: বিহারে অবাক করা ঘটনা। ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ ৪৩ হাজার টাকা গায়েব। কীভাবে এই কাজ হল তা নিয়ে এবার শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে বিহারের জামুই জেলার বাসিন্দা কমলেশ কুমার। সে পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেছে তার মোবাইল ফোনটি চুরি হয়ে গিয়েছিল। তারপরই এই ঘটনাটি ঘটে।
কমলেশ জানিয়েছে ট্রেনে সফর করার সময় তার মোবাইল ফোনটি চুরি যায়। এবিষয়ে জিআরপিকে জানানোর পরও তারা কোনও পদক্ষেপ নেয়নি। গাড়ির ড্রাইভারের কাজ করে কমলেশ। এর কয়েকদিন পর কমলেশ একটি নতুন ফোন কিনে নেয়। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতেই এই প্রতারণার কথা সে জানতে পারে। এমনকি কমলেশের দাবি মোবাইল ফোন চুরির পর নিজের সিম কার্ডটি সে ব্লক করে দিয়েছিল। তারপরও এই ঘটনা ঘটে।
তার আধার কার্ড এবং ব্যাঙ্কে একই ফোন নম্বর দেওয়া ছিল। ব্যাঙ্কের স্টেটমেন্ট অনুসারে তার অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ ৪৩ হাজার ৮০৩ টাকা তুলে নেওয়া হয়েছে। প্রথমে প্রতারকরা তার অ্যাকাউন্ট থেকে ১ টাকা তোলে। তারপর এই পরিমান টাকা তারা তুলে নেয়। ঝালদা থানার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সাইবার ক্রাইম ব্রাঞ্চে বিষয়টি জানানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে।
