আজকাল ওয়েবডেস্ক: বারবার কানে ভেসে আসছে ফোঁস ফোঁস শব্দ। আশেপাশে তাকিয়ে কিছুই নজরে পড়েনি যাত্রীদের। উপরে তাকাতেই সকলের চক্ষু চড়কগাছ। ব্যাগ রাখার তাক থেকে ঝুলছে জ্যান্ত সাপ। মুহূর্তের মধ্যে চলন্ত ট্রেনের কামরায় হুলস্থুল কাণ্ড। প্রাণ হাতে দৌড়ে বেড়ালেন যাত্রীরা। যে ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ভারতীয় রেল মন্ত্রক। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দিন কয়েক আগে ঘটনাটি ঘটেছে জন শতাব্দী এক্সপ্রেসে। ভোপাল থেকে জব্বলপুরগামী জন শতাব্দী এক্সপ্রেসের সি-ওয়ান কামরায় ব্যাগ রাখার তাকে ছিল সাপটি। চলন্ত ট্রেনে সেই জায়গা থেকে ফোঁস ফোঁস শব্দ শুনতে পান যাত্রীরা। তাক থেকে কালো রঙের সাপ ঝুলতে দেখেই কামরার মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। যাত্রীরা রীতিমতো অন্য কামরায় পালিয়ে বাঁচার চেষ্টা করেন। যে মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

জন শতাব্দী এক্সপ্রেসে সাপের দেখা পাওয়ার পর পশ্চিম-মধ্য রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক হর্ষিত শ্রীবাস্তবের বক্তব্য, 'বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কীভাবে সাপটি ট্রেনের ভিতরে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রেনটিও স্যানিটাইজ করা হয়েছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে, কর্মীদের সতর্ক করা হয়েছে।' 

ট্রেন দুর্ঘটনার পর এবার ট্রেনের কামরায় বারবার সাপের উপদ্রব ঘিরে ভারতীয় রেলে সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। এর আগে অক্টোবর মাসে ভাস্কো-দা-গামা সাপ্তাহিক এক্সপ্রেসের এসি কোচের জানলার পাশ থেকে বিরাট সাপ উদ্ধার করা হয়েছে। সেপ্টেম্বর মাসে জব্বলপুর থেকে মুম্বাইগামী গরিব রথ এক্সপ্রেসেও একটি বিষধর সাপ উদ্ধার হয়।