প্রকাশ মণ্ডল, আলিপুরদুয়ার: উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের রেল লাইনে বোমা বিস্ফোরণ। বুধবার মধ্য রাতে অসমের কোকরাঝাড় রেল স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেন আপ লাইন দিয়ে যাওয়ার সময় আচমকা ট্রেনের চালক ট্রেনে মারাত্বক ঝাঁকুনি টের পান। এরপর হঠাৎ ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। ট্রেনের চালক বিষয়টি খোঁজ নিতে গিয়ে দেখতে পান, রেল লাইনের একাংশ ক্ষতিগ্রস্থ রয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, রেল লাইনে আইইডি বিস্ফোরণ করানো হয়েছে। যার জন্য লাইনের কিছুটা অংশ উড়ে গিয়েছে। 

ঘটনার খবর পেতেই রেল পুলিশ, আরপিএফ এবং গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করেছে। রেল লাইনে বোমা বিস্ফোরণে ঘটনায় বৃহস্পতিবার ভোরবেলা থেকে এলাকার সমস্ত ট্রেন চলাচল বন্ধ রেখেছে উত্তর পূর্ব সীমান্ত রেল। মধ্য রাত থেকে আটটি ট্রেনকে বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়। বাতিল করা হয়েছে আগরতলা থেকে অসমের বিভিন্ন স্টেশনগামী সাতটি ট্রেন। শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটিকে আগরতলায় দাঁড় করিয়ে রাখা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় গ্রহণ করেনি। তবে তদন্তে নেমে ইতি মধ্যে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তের স্বার্থে এখনই তাঁর কোনো পরিচয় প্রকাশ করছেন না পুলিশ। গোটা ঘটনায় অসম-বাংলা রেল পরিষেবা ব্যাহত রয়েছে। 

এই বিষয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলের চিফ পাবলিক রিলেশনস অফিসার কপিঞ্জল কিশোর শর্মা জানান, মধ্যরাতে রেল লাইনের উপর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এখনও পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় গ্রহণ করেনি। ঘটনার পর থেকে অসম পুলিশ, গোয়েন্দা বিভাগ এবং আরপিএফ ঘটনার তদন্ত শুরু করেছে। রেল লাইন ক্ষতিগ্রস্থ হওয়ায় আগরতলা থেকে মোট সাতটি ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও শিয়ালদাগামী কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ট্রেন এবং আগরতলা থেকে মুম্বাইগামী লোকমান্য তিলক ট্রেনটি আগরতলা এলাকায় রেল স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছে।

আরও পড়ুন-  ফের রিলের বলি! রেললাইনে ভিডিও বানাতে গিয়ে ট্রেনে কাটা পড়ল কিশোর, হাড়হিম কাণ্ড পুরীতে