আজকাল ওয়েবডেস্ক:‌ নিখোঁজ তরুণীর দেহ উদ্ধার হল নিকাশি নালার মধ্যে। মৃতার নাম তনু (‌২৪)‌। জানা গেছে, উত্তরপ্রদেশের শিকোহাবাদের বাসিন্দা তনুর বছর দুয়েক আগে ফরিদাবাদের রোশননগরের বাসিন্দা অরুণের সঙ্গে বিয়ে হয়েছিল। গত কয়েক দিন ধরেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না বাপের বাড়ির লোকেরা। তনুকে মাস দুয়েক না দেখতে পেয়ে প্রতিবেশীরাও অরুণের মা–বাবাকে জিজ্ঞাসা করেন, কেন তাঁকে দেখতে পাওয়া যাচ্ছে না। তখন প্রতিবেশীদের কাছে তনুর শ্বশুর–শাশুড়ি দাবি করেন, ‘বৌমা তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়েছে।’ তনুর বাপের বাড়ি থেকে ফোন করলেও বার বার একই কথা বলা হয় বলে দাবি।


কিন্তু তনুর বাপের বাড়ির লোকেদের সন্দেহ হয়। তার পর তাঁরা পুলিশের দ্বারস্থ হন। তনুর খোঁজে তল্লাশিতে নামে পুলিশ। কিন্তু তাঁর হদিস পাওয়া যাচ্ছিল না। তনুর শ্বশুরবাড়ির পাড়ার লোকেদেরও সন্দেহ হয় বিষয়টি নিয়ে। তাঁদেরই কয়েক জন পুলিশের কাছে দাবি করেন, গত এপ্রিলে বাড়ির পিছনের রাস্তা খুঁড়তে দেখেছিলেন তনুর শ্বশুরকে। জিজ্ঞাসা করা হলে তিনি দাবি করেন, বাড়ির নিকাশি নালায় সমস্যা হয়েছে। তাই সারানো হচ্ছে। আর এখান থেকেই পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয়। রাস্তা উপর দিয়ে ঢালাই হয়ে যাওয়ায় বোঝার কোনও উপায় ছিল না। মাটি খোঁড়ার যন্ত্র নিয়ে আসা হয়। তার পর রাস্তা খোঁড়ার কাজ শুরু হয়। প্রায় ১০ ফুট খোঁড়ার পর হঠাৎ এক জনের পা দেখতে পাওয়া যায়। মাটি সরাতেই তনুর দেহ উদ্ধার হয়।


পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে তনুর দেহ উদ্ধার হয়েছে। তাঁর স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং এক আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছে। তনুর বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই সোনার গয়না, টাকা দাবি করত শ্বশুর বাড়ির লোকেরা। চলত অত্যাচার। জানা গেছে, ২৩ এপ্রিল থেকে তনুর সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল পরিবারের। ওঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে হল কিনারা।