আজকাল ওয়েবডেস্ক: উচ্চশিক্ষায় একগুচ্ছে নয়া নির্দেশিকা আনল ইউজিসি। বৃহস্পতিবার এক খসড়া নির্দেশিকা প্রকাশ করে উচ্চশিক্ষায় একগুচ্ছ পরিবর্তনের কথা ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, এই প্রক্রিয়াগুলি কার্যকর হলে সুবিধা হবে পড়ুয়াদের এবং তাঁদের পড়াশোনার প্রতি উৎসাহ আরও বাড়বে। বর্তমানে স্নাতক শেষ করতে সময় লাগে তিন বছর, নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী কোথাও কোথাও চার বছর। স্নাতকোত্তর শেষ করতে সময় লাগে এক বছর কিংবা দু’বছর। এদিন নির্দেশিকায় জানানো হয়েছে, পড়ুয়ারা ইচ্ছে মত স্নাতক শেষ করার সময় বাড়াতে বা কমাতে পারবেন। কেউ চাইলে নির্দিষ্ট সময়ের আগেই কোর্স শেষ করে ফেলতে পারেন আবার কেউ চাইলে নির্ধারিত সময়ের পরে গিয়েও শেষ করতে পারেন।

 

 

তবে এই নিয়ম লাগু হবে শুধুমাত্র স্নাতক স্তরে। এই প্রক্রিয়ার নাম দেওয়া হয়েছে Accelerated Degree Programme (ADP) and Extended Degree Programme (EDP)। এছাড়াও বলা হয়েছে, উচ্চমাধ্যমিক স্তরে কোনও পড়ুয়ার যে কোনও পাঠ্যক্রম নিয়েই পড়াশোনা করুক না কেন উচ্চশিক্ষায় বেছে নেওয়া যাবে খুশি মত বিষয়। শুধুমাত্র পর্যাপ্ত নম্বর থাকলেই হবে। একই ব্যবস্থা থাকছে স্নাতকোত্তর স্তরের ক্ষেত্রেও। গ্র্যাজুয়েশনের সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েশনের বিষয়ের কোনও সম্পর্ক না থাকলেও বাধা নেই। নিজের ইচ্ছে মত বিষয় নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন পড়ুয়ারা। সবথেকে বড় বিষয় কারোর যদি দুটি বিষয়ে উৎসাহ থাকে সেই পড়ুয়া চাইলে দুটি বিষয় নিয়ে পড়াশোনা করতে পারেন।

 

 

?ref_src=twsrc%5Etfw">December 5, 2024

 

 

সেক্ষেত্রে বিষয়ের কোনও নির্দিষ্ট কম্বিনেশনও লাগছে না। অঙ্ক-ইতিহাস অথবা বাংলা-জীবনবিজ্ঞান নিয়ে একসঙ্গে পড়াশোনা করার সুবিধা থাকছে। কেরিয়ার গড়তে সুবিধা হবে এরকমও একাধিক বিষয় নিয়েও পড়াশোনা করতে পারবেন পড়ুয়ারা। তবে ইউজিসির এই নয়া নির্দেশিকা প্রকাশের পর এর বিরোধিতা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর মতে, নয়া নির্দেশিকার পর উচ্চশিক্ষা চালাতে খরতচের পরিমাণ বাড়বে অনেকটাই। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি জানিয়েছেন, ‘ইউজিসির সদ্য প্রকাশিত ড্র্যাফ্ট রেগুলেশনস দেখে মনে হল এর সাধ অনেক, কিন্তু সাধ্যের বিষয়ে সে নিশ্চুপ’।