আজকাল ওয়েবডেস্ক: আদিবাসী তরুণীকে নির্মম অত্যাচার। শারীরিক নির্যাতনের পাশাপাশি মুখে মানুষের মল ঢুকিয়ে ভয়ঙ্করভাবে অত্যাচার করা হয়। থানায় গিয়ে গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তরুণী। সেই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে চলছে তল্লাশি অভিযান। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ১৬ নভেম্বর। ওড়িশার বোলাঙ্গিরে ২০ বছর বয়সি এক আদিবাসী তরুণীর মুখে মানুষের মল গুজে হেনস্থা করেন গ্রামেরই এক যুবক। তরুণী পুলিশকে জানিয়েছেন, জুরাবন্ধা গ্রামে তরুণী বিকেলবেলায় চাষের জমিতে কাজ করছিলেন। আচমকা অভিযুক্ত যুবক তরুণীর চাষের জমিতে ট্রাক্টর ঢুকিয়ে দিয়েছিলেন। এর ফলে প্রচুর ফসল নষ্ট হয়ে যায়। 

 

তরুণীর অভিযোগ, যুবকের এই কীর্তির জেরে তিনি চেঁচামেচি করেন। প্রতিবাদের জেরে তরুণীকে মারধর করেন ওই যুবক। অকথ্য গালিগালাজ পর্যন্ত করেন। চিৎকারের শব্দ শুনে চাষের জমিতে ছুটে আসেন তরুণীর এক আত্মীয়। তরুণীকে বাঁচাতে গেলে, তাঁর আত্মীয়কেও হেনস্থা করেন অভিযুক্ত যুবক। সেই সময় তরুণীর মুখে মানুষের মল ঢুকিয়ে দেন যুবক। 

 

প্রথমে অভিযোগ জানালেও, পুলিশ বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত চালায়নি বলে অভিযোগ করেছেন আদিবাসীরা। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক। তাঁর খোঁজে ভিন রাজ্যেও পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে। ইতিমধ্যেই দু'টি বিশেষ দল গঠন করে চলছে তল্লাশি অভিযান। ঘটনার তদন্ত জারি রয়েছে।