আজকাল ওয়েবডেস্ক: ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল কলকাতাগামী বাস। জানা গিয়েছে, বাসটি ওড়িশা থেকে কলকাতার বাবুঘাট আসছিল। জলেশ্বর থানার অন্তর্গত লক্ষণনাথ টোলগেটের সামনে যাত্রীবাহী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার জেরে বাসের অন্তত ৯ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। মৃত্যু হয়েছে বাসের খালাসী ও চালকের। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
জানা গেছে, মঙ্গলবার মাঝরাতে বাসটি ওড়িশা থেকে প্রায় ৬০ জন যাত্রী নিয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতা ফিরছিল। লক্ষণনাথ টোলগেটের কাছে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসের খালাসী ও চালকের। গুরুতর আহত হন বাসে থাকা অন্তত ৯ জন যাত্রী।
আরও পড়ুন: ক্ষয়ক্ষতি সীমাহীন! অন্ধ্র, ওড়িশায় তাণ্ডব চালিয়ে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হল ‘মান্থা’
প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে, বাস চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। এর জেরেই এই দুর্ঘটনা। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। শুরু হয় উদ্ধারকাজ। প্রথমে বাসের সামনের অংশ থেকে খালাসী ও চালকের নিথর দেহ উদ্ধার করা হয়। তারপরই একে একে আহত যাত্রীদের সেই দুর্ঘটনাগ্রস্থ বাস থেকে বের করে আনা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
মৃতেরা হলেন কটক জেলার সালেপুরের বাসিন্দা মীর আব্দুল রহিম (৩৯) এবং মাহাঙ্গার বাসিন্দা নৃসিংহ কাঠুয়া (৪০)। আহতদের মধ্যে তিনজন মহিলাও রয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরবর্তীতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পুলিশের সহযোগিতায় জাতীয় সড়কের যানজট মুক্ত হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাস ও লরিটিকে উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। কিভাবে দুর্ঘটনা ঘটলো তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
