আজকাল ওয়েবডেস্ক: নাসিকের মালেগাঁওয়ে দাপট বাড়ছে আন্ডারওয়্যার গ্যাংয়ের। সোমবার গভীর রাতে একটি মালেগাঁওয়ের একটি বাড়িতে ঢুকে প্রায় পাঁচ লক্ষ টাকার সোনা এবং কলা চুরি করেছে এই গ্যাংয়ের সদস্যরা। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, এই গ্যাংয়ের সদস্যরা মূলত অন্তর্বাস পরে চুরি করতে বেরোয় গভীর রাতে। সেরকমই অন্তর্বাস পরা গ্যাংয়ের চার সদস্যকে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে কলেজে প্রবেশ করার সময়। দেখা গিয়েছে, একজন দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন।
মহারাষ্ট্রের একাধিক অঞ্চলে এই আন্ডারওয়্যার গ্যাংকে চাড্ডি বানিয়ান গ্যাং বলা হয়ে থাকে। ধারালো অস্ত্র নিয়ে ভয় দেখিয়ে ডাকাতি করাই এই গ্যাংয়ের উদ্দেশ্য। তবে এই ধরনের ডাকাতির সঙ্গে একাধিক গোষ্ঠী সংযুক্ত কিনা তা এখনও স্পষ্ট নয়। আন্ডারওয়্যার গ্যাংয়ের দাপট বাড়ার আগে আতঙ্ক ছড়িয়েছিল গাউন গ্যাং। মূলত মহিলাদের পোশাক গাউন পরে ডাকাতি করত এই গাউন গ্যাং।
গত সপ্তাহেই মালেগাঁওয়ের আবাসিক এলাকার বেশ কয়েকটি বাড়িতে হানা দিয়েছিল এই গাউন গ্যাং। তাদের বিরুদ্ধে মন্দিরের দানবাক্স থেকে টাকা চুরির অভিযোগ উঠেছে। ডাকাতির বাড়বাড়ন্তে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় এলাকায়। স্থানীয় বাসিন্দারা চুরির লাগাম টানতে পুলিশের দ্রুত পদক্ষেপের দাবি করছেন।
