আজকাল ওয়েবডেস্ক : দুয়ারে কড়া নাড়ছে বাজেট। অর্থমন্ত্রী হিসাবে নির্মলা সীতারমন এই নিয়ে আটবার বাজেট পেশ করবেন। তবে আপনার কী জানা রয়েছে ভারতের কোন রাজ্য রয়েছে যেখানে কোনও আয়কর দিতে হয় না। সেখানকার বাসিন্দারা যতই আয় করুক না কেন তাদের কোনও আয়কর দিতে হয় না।
আর্টিকেল ৩৭১(এফ) অনুসারে এই নিয়মটি চালু রয়েছে। সেকশন রয়েছে ১০(২৬এএএ)। তবে সিকিমকে এই সুবিধা দানের কারণ কী। ১৯৭৫ সাল থেকে ভারতের সঙ্গে জুড়ে গিয়েছে সিকিম। এখানেও প্রচুর বিনিয়োগ হয়ে থাকে। সেখান থেকে এখানকার বাসিন্দারা প্রচুর অর্থ আয় করে থাকেন। তবে তাদের কারও আয়কর দিতে হয় না। এমনকি যদি তারা কোটি টাকা আয় করেন তাহলেও তাদের আয়কর দিতে হবে না।
ভারতের অন্য রাজ্যে আয়কর নিয়ে যে নিয়ম চালু রয়েছে সেটা সিকিমের ক্ষেত্রে খাটে না। তাই তারা কোনও আয়কর দেন না। প্রতিটি রাজ্যের বাসিন্দারা ৩১ জুলাই পর্যন্ত সময় পান তার মধ্যে তারা নিজেদের আয়কর জমা দিতে হবে। তবে সিকিমের বাসিন্দারা একেবারে নিশ্চিন্ত। তাদের এই ধরণের কোনও কাজ করতে হয় না।
সিকিম মূলত পর্যটন, কৃষি এবং ছোটো শিল্পের জন্য বিখ্যাত। এখানকার প্রাকৃতিক পরিবেশ সকলকে আকর্ষণ করে থাকে। বিভিন্ন সংস্থা সিকিমের পর্যটনে বিনিয়োগ করে থাকেন। তবে অবাক করা বিষয় হল এখানে কোনও আয়কর নেই। এখানকার বাসিন্দাদের কোনও আয়কর দিতে হয় না।
শনিবারই কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। সেখানে নতুন কিছু দিক সামনে আসবে। তবে তা নিয়ে একেবারেই মাথা ঘামাতে রাজি নন সিকিমের বাসিন্দারা। তাদের যদি আয়কর দিতেই না হয় তাহলে তারা অনেকই স্বস্তিতে থাকবেন।
