আজকাল ওয়েবডেস্ক: একের পর এক বিয়ে তরুণীর। বিবাহ বিচ্ছেদ হলেও, প্রাক্তনদের থেকে মুখ ফিরিয়ে নেননি। বরং তৃতীয় বিয়ের পরেও প্রাক্তন স্বামীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তাঁর। বিষয়টি জানতে পেরেই চরম পদক্ষেপ করলেন তরুণীর তৃতীয় স্বামী‌। বাড়ির মধ্যেই তাঁকে খুন করে পালিয়ে যান যুবক। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে কর্ণাটকে‌। পুলিশ জানিয়েছে, একটি কফি এস্টেটের মধ্যে একটি বাড়ি থেকে এক পরিবারের চারজনের দেহ উদ্ধার করা হয়। এক তরুণী, তাঁর সাত বছরের মেয়ে এবং বৃদ্ধ বাবা-মায়ের রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ ওঠে তরুণীর তৃতীয় স্বামীই চারজনকে খুন করে পালিয়ে গেছেন। 

 

পুলিশ জানিয়েছে, একবছর আগেই তরুণীর তৃতীয় বিয়ে হয়। কিন্তু তাঁর তৃতীয় স্বামী প্রাক্তন স্বামীদের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়টি পছন্দ করতেন না। তার জেরেই তুমুল অশান্তি শুরু হয়। অবশেষে বৃহস্পতিবার রাগের মাথায় চারজনকেই কুপিয়ে খুন করে পালিয়ে যান তিনি। খুনের পর কেরলে পালিয়ে গিয়েছিলেন অভিযুক্ত যুবক‌। শনিবার সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের তদন্ত জারি রেখেছে পুলিশ।