আজকাল ওয়েবডেস্ক: শ্বশুরের সঙ্গে হোলি খেলতে ঘরে একেবারে তাঁর ঘরে ঢুকে পড়েছিল বউমা। বাড়িতে ছিল না কেউ। বউমার এহেন 'দুষ্টুমি' হাতেনাতে ধরেন শাশুড়ি। তারপরই ঘটলা মর্মান্তিক কাণ্ড।
উত্তরপ্রদেশের বালিয়া জেলার ত্রিকলপুর গ্রামে এক ৩০ বছর বয়সী মহিলা তাঁর শাশুড়ির বকাঝকার পর বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সাহাতওয়ার থানা এলাকার অধীনে।

পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম ধনাবতী দেবী (৩০)। ধনাবতী তার শ্বশুরকে হোলিতে রং দেওয়ার পর শাশুড়ি তাঁকে বকাঝকা করেন, যার জেরে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেন। তাঁর পরিবারের সদস্যরা তাঁকে তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও, সন্ধ্যার দিকে তিনি মারা যান।

সাহাতওয়ার থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) দীনেশ পাঠক সোমবার জানিয়েছেন, পুলিশ মৃতদেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হোলির দিন শ্বশুরকে রং দেওয়ার কারণে শাশুড়ির বকুনি খাওয়ার পর ধনাবতী দেবী এই চরম পদক্ষেপ নেন।