আজকাল ওয়েবডেস্ক: বৃদ্ধাশ্রমে যেতে রাজি হননি শাশুড়ি। এমনকী স্বামীও জানান, মা তাঁর কাছেই থাকবেন। এতেই ক্ষুব্ধ স্ত্রী। সামান্য পারিবারিক অশান্তির জেরে শাশুড়ি ও স্বামীকে বেধড়ক মারধর করার অভিযোগ স্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে। বাড়ির মধ্যে যেভাবে স্ত্রী শারীরিক নির্যাতন করেন, তা এবার প্রকাশ্যে আনলেন স্বামী। থানায় সিসিটিভি ফুটেজ জমা দিয়ে আশঙ্কা প্রকাশ করলেন, মিরাটের মুসকান রাস্তোগির মতোই স্ত্রী তাঁদের মেরে ফেলবেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গোয়ালিয়রে। বিশাল বাত্রা ও তাঁর মা সরলা যাত্রা থানায় তরুণীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। পুলিশকে জানিয়েছেন, সরলাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চান তরুণী। বিশাল তাতে রাজি না হওয়ায় বাড়িতে বাপের বাড়ির সদস্যদের ডেকে পাঠান তরুণী। সেদিনই হেনস্থার ঘটনাটি ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পয়লা এপ্রিল তরুণীর বাবা, ভাই ওই বাড়িতে ঢোকেন। বাড়িতে পা রেখেই বিশালকে থাপ্পড় মারেন তরুণীর বাবা। নিজেকে বাঁচাতে শ্বশুরের দিকে তেড়ে যান বিশাল। তখনই ছেলেকে বাঁচাতে ছুটে আসেন সরলা। এই পরিস্থিতিতে তরুণী এগিয়ে এসে শাশুড়িকে মারধর করেন। শাশুড়ির চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে যান একপাশে। তারপর সকলের সামনেই মারধর করেন।
অন্যদিকে তরুণীর ভাই ও কয়েকজন গুন্ডা ঘরে ঢুকে বিশালকে মারধর করতে শুরু করেন। ঘর থেকে টেনে রাস্তায় বের করেও মারধর করতে থাকেন। প্রতিবেশীরা থামাতে গেলে, তাঁদের হুমকি দেন গুন্ডারা। থানায় পুলিশের সামনেই বিশাল ও সরলাকে মেরে ফেলার হুমকি দেন তরুণীর ভাই। বিশাল আরও জানিয়েছেন, তাঁদের বাড়ি, সম্পত্তি ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করছেন স্ত্রী। বারবার প্রাণনাশের হুমকিও দেন। অভিযোগের ভিত্তিতে তরুণী ও তাঁর পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
