আজকাল ওয়েবডেস্ক : প্রাচীন পৃথিবীর রহস্য উন্মোচিত হল। অ্যান্টার্কটিকায় প্রথমবারের মতো অ্যাম্বার আবিষ্কারকরা হল। বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকায় একটি ঐতিহাসিক আবিষ্কার করেছেন। এই প্রথমবার বরফে মোড়া এই মহাদেশে অ্যাম্বার পাওয়া গেল। এই আবিষ্কার প্রমাণ করে, কয়েক মিলিয়ন বছর আগে অ্যান্টার্কটিকা ছিল সবুজে ঘেরা বনাঞ্চল।
অ্যাম্বার, যা আসলে জীবাশ্ম বৃক্ষ রজন, এর মধ্যে প্রাচীন উদ্ভিদ ও সম্ভাব্য কীটপতঙ্গের ক্ষুদ্রাতিক্ষুদ্র অবশেষ রয়েছে। এগুলো পৃথিবীর জলবায়ু এবং বিবর্তনের ইতিহাস সম্পর্কে নতুন তথ্য দিতে পারে।
এই আবিষ্কার অ্যান্টার্কটিকার ভূতাত্ত্বিক অতীত সম্পর্কে প্রচলিত ধারণাগুলিকে প্রশ্নের মুখে ফেলেছে এবং প্রাচীন পৃথিবীর রহস্য উন্মোচনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। এর থেকে বোঝা যায় এই এলাকা কোনও এক সময় সবুজ ছিল। কিন্তু প্রকৃতি তার হিসাবে এই এলাকার পরিবর্তন করেছে।
নতুন এই আবিষ্কার প্রমাণ করেছে পৃথিবী তার জন্মের আগে পর্যন্ত যে অবস্থায় ছিল সেখান থেকে আরও বিবর্তন ঘটেছে। কঠিন বরফের মধ্যে যে গাছের রজন মিলেছে তার থেকে প্রমাণ হয় এই এলাকার পুরো অংশ এক সময় গাছে ভর্তি ছিল। কিন্তু কেন সেই গাছ হারিয়ে গেল বা কোন পরিস্থিতি সামনে পড়ে সেই গাছ শেষ হয়ে গেল তা নিয়ে চিন্তা প্রকাশ করেছে বিজ্ঞানীরা।
মনে করা হচ্ছে এখানে অনেক বড় তুষার ঝড় হয়েছিল যার ফলে এখানে এতটা পরিবেশ প্রভাব পড়েছে। যে এলাকা একসময় সবুজ ছিল সেটা কেন এখন বরফের চাদরে মুড়ে গিয়েছে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।
