আজকাল ওয়েবডেস্ক: প্রযুক্তিকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে সেখান থেকে আপনি নিজের জীবন করে তুলতে পারেন উজ্জ্বল। সম্প্রতি এক মার্কিন মহিলা এই কাজটি করে সকলকে অবাক করে দিয়েছে।
মার্কিন এক মহিলার ক্রেডিট এবং ডেবিট কার্ডে প্রায় ১৯ লাখ ৬৯ হাজার টাকা ধার ছিল। সেই টাকা তিনি কীভাবে শোধ করবেন তা নিয়ে কিনারা পাচ্ছিলেন না। তবে এরপর তিনি হঠাৎ করেই চ্যাটজিপিটি-র সাহায্য নেন। তার বুদ্ধির জোরে এই মহিলা নিজের সমস্ত ঋণ শোধ করলেন।
মহিলা নিজের সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি নিজের টাকা কীভাবে ব্যবহার করবেন সেটা তিনি বুঝতে পারছিলেন না। ফলে এতগুলি টাকা তার ধার হয়ে গিয়েছিল। তবে চ্যাটজিপিটি-র সঙ্গে কথা বলে তিনি বুঝতে পারলেন তিনি আর্থিকভাবে কতটা নিরক্ষর ছিলেন।
এই মহিলার মেয়ের জন্ম হওয়ার পর থেকেই তার খরচ বাড়তে থাকে। সেখানে তিনি বুঝতেই পারছিলেন না কীভাবে তিনি নিজের ঋণের বোঝা কমিয়ে দেবেন। কিন্তু তিনি এমন কিছু রাজসিকভাবে থাকতেন না। এরপর তিনি চ্যাটজিপিটি-র সাহায্য নেন। সে প্রতিদিন সকালে উঠে মহিলার সারাদিন কোথায় কত টাকা খরচ করবেন সেটা বাতলে দিতে থাকে। এরফলে ধীরে ধীরে তার খরচ কমতে শুরু করে। তার বেশ কয়েকটি ভুলে যাওয়ার অ্যাকাউন্টকে কীভাবে কাজে লাগানো যায় সেদিকেও নজর রাখার কাজটি করে চ্যাটজিপিটি।
এক মাসের একটি চ্যালেঞ্জ নেয় চ্যাটজিপিটি। সেখান থেকে মহিলার রোজকার খরচ থেকে শুরু করে রোজকার রান্না সবেতেই বাজেট বেঁধে দেয় চ্যাটজিপিটি। ফলে ধীরে ধীরে কমতে থাকে মহিলার খরচ। তিনি নিজের ঋণের টাকা শোধ করতে শুরু করেন।
এই মহিলার খবরটি গোটা আমেরিকাতে ছড়িয়ে পড়ে। তারপর তিনি বলেন, যদি হঠাৎ করে সমস্যা আসে তাহলে সেখান থেকে এআই-কে নিজের বন্ধু বলে মনে করতে পারেন। তাহলেই দেখতে পারবেন কীভাবে সে আপনার সমস্যাকে নিজের বলে মনে করবে। আপনার খারাপ অবস্থা থেকে আপনি উঠতে পারবেন।
