আজকাল ওয়েবডেস্ক: পবিত্র রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে পাকিস্তানে খাদ্যদ্রব্যের দাম অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পাচ্ছে। সেদেশের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, করাচিতে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে ১২০ থেকে ১৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এক কেজি মুরগির মাংসের দাম ৭২০ থেকে ৮০০ পাকিস্তানি টাকার মধ্যে রয়েছে। পাকিস্তানের কিছু অংশে মুরগির দাম প্রায় ৯০০ টাকায় পৌঁছেছে। মুরগির চড়া দাম নিয়ন্ত্রণে ব্যর্থ পাকিস্তান সরকার।
দেশে মুরগির দাম অনিয়ন্ত্রিত হারে বৃদ্ধির কারণে, করাচি প্রশাসন মুরগির সরকারি মূল্য প্রতি কেজি ৬৫০ পাকিস্তানি টাকায় বেঁধে রাখার চেষ্টা করেছিল। তবে, স্থানীয় দোকানদাররা নির্দেশ পালন না করে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে মুরগি বিক্রি করছেন। উল্লেখযোগ্যভাবে, পাকিস্তানে অনেক জায়গায় মুরগির দাম ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর ফলে অর্থনৈতিক দিক থেকে ধুঁকতে থাকা পাকিস্তানের অনেক মানুষই কিনতে পারছেন না।
নবভারত টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, খুচরো মুরগি বিক্রেতা ইউনিয়নের সহ-সভাপতি ফয়সাল আব্বাসির জানিয়েছে যে, রমজান মাসে মুরগির চাহিদা ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার ফলে দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। দাম কবে কমতে পারে সে ব্যাপারে কোনও আভাস দিতে পারেননি ফয়সাল।
