আজকাল ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরও একটি বড় পদক্ষেপ। এবার হু-য়ের মাথায় তিনি একজন মার্কিন নাগরিককে বসাতে চান। ফলে বিশ্বস্বাস্থ্য নিয়ে আমেরিকা যে নতুন কিছু ভাবতে চলেছে সেটা বলাই বাহুল্য। ট্রাম্প চাইছেন হু এমন কয়েকটি সিদ্ধান্ত নিয়েছিল যেগুলি আমেরিকা তথা বিশ্ববাসীর কাছে সঠিক নয়। তাই এবার হু-য়ের রাশ তিনি নিজের দেশের কাউকে দিতে চান।
বিশ্ব স্বাস্থ্য নিয়ে অন্য কিছু ভাবছে আমেরিকা। তাই তারা এবার হু-কে নিজের কাছে আনতে চাইছে। খবর অনুসারে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই ট্রাম্প বেশ কয়েকটি অন্য ধরণের বা বলা ভাল বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। তবে হু-কে নিজের কাছে নিয়ে আসার ট্রাম্পের এই পদক্ষেপ নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
২০২৬ সালের জানুয়ারি মাসের মধ্যেই হু-কে নিজের কাছে আনতে চাইছেন ট্রাম্প। কোভিড কালে হু যেভাবে কাজ করেছিল তাতে খুশি নয় মার্কিন মহল। তাই তারা হু-কে নিজের মতো করে তৈরি করতে চাইছেন। হোয়াইট হাউজ জানিয়েছে হু বর্তমানে একটি বিশৃঙ্খল দলের মতো কাজ করছে। এখান থেকে তাকে বের করে নিয়ে আসতে হবে।
ট্রাম্পের মতে, বিশ্বকে ভুল পথে পরিচালিত করছে হু। তাই তারা এবার সেই দায়িত্ব বুঝে নিতে চাইছেন। যদি সেখানে একজন মার্কিন নাগরিককে বসানো যায় তাহলে সেখান থেকে সকলেই উপকৃত হবেন। বিশ্বকে স্বাস্থ্য নিয়ে নতুন দিক দেখাতে চায় আমেরিকা। সেই কাজই করতে চান ডোনাল্ড ট্রাম্প।
বলা যায় হু-য়ের আর্থিক দিকটি সবথেকে বেশি নজরে রাখে আমেরিকা। সেখানে যা খরচ হয় তার ১৮ শতাংশ দেয় আমেরিকা। পাশাপাশি আরও ৪০০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করা হয় ভলান্টেয়ারি দিকের জন্য এবং ১৩০ মিলিয়ন খরচ হয় একে আলাদাভাবে তৈরি করতে।
