আজকাল ওয়েবডেস্ক: বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। মনে করা হচ্ছে পাক বিমানবাহিনী এই হামলা চালিয়েছে। আফগান তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরের সময়েই এই বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে আফগান বিদেশমন্ত্রীর।
পাকিস্তানের সঙ্গে তালিবানদের সম্পর্কের নাটকীয় অবনতির পরই এই হামলা ঘটল। উল্লেখ্য, ইসলামাবাদ দীর্ঘদিন ধরে- পাকিস্তান তালিবান বা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-কে অর্থায়ন এবং অস্ত্র সরবরাহের জন্য আফগানিস্তানকে কাঠগড়ায় তুলেছে।
স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে যে, শহিদ আব্দুল হক স্কয়ারের কাছে বিমান হামলার লক্ষ্য ছিল টিটিপি প্রধান নূর ওয়ালি মেহসুদকে হত্যা করা। নূর ওয়ালি মেহসুদ ২০১৮ সালে এই সংগঠনের নেতৃত্ব গ্রহণ করেছিলেন।
তবে, মেহসুদের একটি অডিও বার্তায় দাবি করা হয়েছে যে- তিনি নিরাপদে আছেন, তাঁর মৃত্যু বা নিখোঁজের খবর অস্বীকার করা হয়েছে। পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করার পর এই স্পষ্টীকরণ এসেছে যে, ৯/১১ হামলার পর মেহসুদ আমেরিকার সঙ্গে পাকিস্তানের জোটকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেছিলেন, তিনি ইসলামাবাদের জন্য ক্রমাগত মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন।
তেহরিক-ই-তালেবান পাকিস্তান সাম্প্রতিক বছরগুলিতে পাকিস্তানি সামরিক কর্মীদের লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে, যার মধ্যে সর্বশেষটি ছিল চলতি মাসের আট তারিখ। বুধবার আফগান সীমান্তের কাছে টিটিপির এক মারাত্মক অতর্কিত হামলায় দুই শীর্ষ কর্মকর্তা-সহ ১১ জন পাকিস্তানি সেনা নিহত হন।
মজার বিষয় হল, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আফগান তালিবানদের প্রতি কঠোর সতর্কবার্তা দেওয়ার ২৪ ঘন্টা পরে পাকিস্তানি হামলাটি ঘটেছে।
জাতীয় পরিষদে বক্তব্য রাখতে গিয়ে আসিফ স্পষ্টভাবে বলেছিলেন যে, পাকিস্তানকে লক্ষ্য করে জঙ্গিদের আফগান ভূখণ্ড ব্যবহার অব্যাহত রাখার বিষয়ে পাকিস্তানের ধৈর্যচ্যূতি ঘটেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেছিলেন, "যথেষ্ট হয়েছে।"
শুক্রবার আসিফ স্বীকার করেছেন যে, সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক পাকিস্তান, পাকিস্তান তালিবানের হুমকির বিরুদ্ধে লড়াই করছে। পাকিস্তানি মন্ত্রী এক্স পোস্টে লেখেন, "আফগান সরকারের সঙ্গে বছরের পর বছর ধরে আলোচনা সত্ত্বেও, পাকিস্তানে রক্তপাত থামেনি। প্রতিদিন সামরিক কর্মীদের শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে। আমরা আমাদের রক্ত দিয়ে ৬০ লক্ষ আফগান শরণার্থীর আতিথেয়তার মূল্য দিচ্ছি।"
