আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তানের তালিবানদের সঙ্গে বিগত কয়েকদিন ধরেই সীমান্তে সংঘর্ষ চলছে পাকিস্তানের। এরই মধ্যে সে দেশের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আশঙ্কা প্রকাশ করেছেন যে, ভারত ‘সীমান্তে নোংরা খেলা খেলতে পারে’। এর পাশাপাশি তাঁর দাবি, পাকিস্তান ‘দ্বিমুখী যুদ্ধ’-এর জন্য প্রস্তুত।
বর্তমান পরিস্থিতিতে সীমান্তে ভারতের উস্কানির সম্ভাবনা সম্পর্কে পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের একটি সাক্ষাৎকারে আসিফ বলেন, “না, একেবারেই, আপনি এটিকে উড়িয়ে দিতে পারবেন না। শক্তিশালী সম্ভাবনা রয়েছে।” অনুষ্ঠানটির উপস্থাপক তাঁকে আরও জিজ্ঞেস করেন যে পাকিস্তান ‘দ্বিমুখী যুদ্ধ’-এর জন্য প্রস্তুত কি না এবং যদি এটি ঘটে তবে কীভাবে এটি মোকাবিলা করা হবে সে সম্পর্কে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করা হয়েছে কি না। উত্তরে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “হ্যাঁ, কৌশলগুলি তৈরি করা হয়েছে। আমি প্রকাশ্যে সেগুলি নিয়ে আলোচনা করতে পারি না, তবে আমরা যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত।”
গত সপ্তাহে কাবুলে পাকিস্তানের বিমান হামলার পর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। আফগানিস্তান এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানায় এবং এর ফলে সংঘর্ষ আরও তীব্র হয়। উভয় পক্ষেরই অনেক হতাহত হয়। বুধবার দুই দেশ একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। পাকিস্তান এই অশান্তির জন্য ভারতকে দায়ী করেছে।
আফগান বাহিনীর সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে সীমান্তে পাকিস্তানের দুর্বলতা প্রকট হয়েছে। আসিফ এর আগে আফগানিস্তানের তালিবান সরকার ভারতের হয়ে ‘প্রক্সি যুদ্ধ’ লড়ছে বলে দোষারোপ করেছিলেন। পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক ঘটনা এবং এই অঞ্চলে অস্থিতিশীলতার জন্য ভারতকে দায়ী বলে মনে করেন তিনি।
কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সীমান্ত সংঘর্ষের পর পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধবিরতি বাস্তবায়ন করেছে। যদিও আফগানিস্তানের তালিবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন যে পাকিস্তানি পক্ষের জোরাজুরিতে এই যুদ্ধবিরতি হয়েছে। যদিও তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে যুদ্ধবিরতির সময়সীমা উল্লেখ করা হয়নি। উভয় পক্ষই যুদ্ধবিরতিতে এগিয়ে যেতে সম্মত হয়েছে। ইসলামাবাদও সম্মত হয়েছে। তালিবান সরকার আরও বলেছে যে আফগান বাহিনীকে ততক্ষণ যুদ্ধবিরতি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে, যতক্ষণ না কেউ ফের আগ্রাসন দেখায়।
ইসলামাবাদ এই সংঘর্ষের জন্য দায়ী করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র প্রধান নুর ওয়ালি মেহসুদকে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের মাটিতে পাক বিরোধী জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-কে মদত দেওয়া হচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন আফগানিস্তানের তালিবান অন্তবর্তী সরকারের শীর্ষ কর্তারা। পরিবর্তে, ইসলামাবাদকে সতর্ক করেছে তালিবানরা। অভিযোগ, পাকিস্তান নাকি তাদের দেশে তালিবানদের প্রধান সশস্ত্র প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট গ্রুপের (আইএসআইএস) স্থানীয় শাখাকে আশ্রয় দিচ্ছে
