আজকাল ওয়েবডেস্ক: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হল এক ভারতীয় বংশোদ্ভুত মোটেল ম্যানেজারকে। শুক্রবার ঘটনাটি ঘটেছে আমেরিকার পিটসবার্গে। মৃত ব্যক্তির নাম রাকেশ এহাগাবান। বয়স ৫১ বছর। অভিযুক্তের নাম স্ট্যানলি ইউজিন ওয়েস্ট। বয়স ৩৭ বছর। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হয়েছেন আততায়ী। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিটসবার্গের রবিনসন টাউনশিপে দ্য পিটসবার্গ মোটেল নামে একটি মোটেল চালাতেন রাকেশ। শুক্রবার মোটেলের বাইরে একটি জটলা দেখে এগিয়ে এসেছিলেন রাকেশ। সেই সময়ই তাঁকে গুলি করেন স্ট্যানলি। পুলিশ জানিয়েছে, মোটেলের নজরদারি ক্যামেরায় গুলি চালানোর ঘটনাটি ধরা পড়েছে। 

ফুটেজে দেখা গিয়েছে, হট্টগোল শুনে মোটেল ম্যানেজার বেরিয়ে আসছেন। সেই সময় তিনি বন্দুকধারী এক ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন, ‘তুমি ঠিক আছো তো, বন্ধু?’ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রশ্ন শুনেই রাকেশের দিকে এগিয়ে আসতে শুরু করেন স্ট্যানলি। কয়েক ফুটের মধ্যে চলে আসতেই রাকেশের দিকে বন্দুক তাক করেন তিনি। এর পরেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি চালান। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাকেশের। 

পুলিশের মতে, স্ট্যানলি মোটেলের বাইরে একজন মহিলাকেও গুলি করেন এবং পরে মোটেল থেকে বেরিয়ে যাওয়ার পর পিটসবার্গের ইস্ট হিলসে তাঁকে ট্র্যাক করার সময় পুলিশের সঙ্গে গুলি বিনিময় করেন। সেই সময় গুরুতর আহত হন স্ট্যানলি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ফৌজদারি হত্যা, হত্যার চেষ্টা এবং বেপরোয়াভাবে অন্য ব্যক্তিকে বিপদে ফেলার অভিযোগ আনা হয়েছে। স্ট্যানলির গুলিতে আহত অপর মহিলাটিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলির লড়াইয়ে এক মহিলা পুলিশকর্মীও আহত হয়েছেন। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

আরও পড়ুন: শরীরের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে উল্লেখযোগ্য আবিষ্কার, মেডিসিনে নোবেল পাচ্ছেন এই তিন বিজ্ঞানী

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি বেশ কিছুদিন ধরেই পিটসবার্গ মোটেলে থাকছিলেন। মহিলাটিও গত দু’সপ্তাহ ধরে সেখানে অতিথি ছিলেন। তিনি সেখানে একটি শিশুকে নিয়ে থাকছিলেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার কোনও কারণে মহিলাটি তাঁর কালো সেডানে মোটেল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, ঠিক তখনই স্ট্যানলি ড্রাইভারের পাশের দরজার কাছে এসে গাড়ি লক্ষ্য করে গুলি চালান। যার ফলে ড্রাইভারের দরজার জানালা ভেঙে যায়। একটি গুলি মহিলার ঘাড়ে লাগে। পিছনের সিটে বসা শিশুটি অক্ষত ছিল। গুলির শব্দ শুনে রাকেশ হোটেলের বাইরে এসেই বন্দুকধারীর মুখোমুখি হন। এরপরেই তাঁকে গুলি করে হত্যা করেন স্ট্যানলি।

ফৌজদারি অভিযোগে বলা হয়েছে, কালো সেডানের পাশে একটি ভ্যান পার্ক করা ছিল এবং রাকেশকে গুলি করার স্ট্যানলি নির্বিচারে ভ্যানের কাছে যান এবং গাড়ি চালিয়ে ঘটনাস্থল থেকে চলে যান। ঘটনার পর আহত মহিলা গাড়ি চালিয়ে একটি অটোমোবাইল সার্ভিস সেন্টারে যেতে সক্ষম হন। যেখানেই পুলিশ তাকে খুঁজে পায়। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরে পুলিশ লাইসেন্স প্লেট রিডিং ক্যামেরা ব্যবহার করে ওয়েস্টের ভ্যানটি ট্র্যাক করে। তারা ওয়েস্টের কাছে পৌঁছলে, সে ভ্যান থেকে নেমে গুলি চালাতে শুরু করে। অ্যালেগেনি কাউন্টির পুলিশ সুপারিনটেনডেন্ট ক্রিস্টোফার কেয়ার্নস শুক্রবার জানিয়েছেন, এরপরেই পুলিশকর্মীরা পাল্টা গুলি চালাতে শুরু করেন। গুলির বিনিময়ে স্ট্যানলি এবং পিটসবার্গের একজন পুলিশ উভয়েই আহত হয়েছেন।