আজকাল ওয়েবডেস্ক: স্ত্রী'কে কড়া মাদক খাইয়ে বাড়িতে একাধিক পুরুষকে ডেকে ধর্ষণ করানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে। দশ বছর পর স্বামীর কুকীর্তি প্রকাশ্যে এল। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের এক শহরে। হাড়হিম করা এই ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে তোলপাড় দেশ। অভিযুক্ত স্বামীকে ২০২০ সালেই গ্রেপ্তার করেছিল পুলিশ। দুই বছর পর গোটা ঘটনাটি সম্প্রতি প্রকাশ্যে এল। 

 

পুলিশ জানিয়েছে, বৃদ্ধ নির্যাতিতার স্বামীর বয়স এখন ৭১ বছর। তাঁদের তিন সন্তান রয়েছে। মা'কে যে দিনের পর দিন এভাবে অত্যাচার করেছে বাবা, তা তাঁরা বিন্দুমাত্র টের পাননি। এমনকী নির্যাতিতাও বুঝতে পারেননি। ২০২০ সালে ধর্ষণের বিষয়টি তিনি জানতে পারেন। পুলিশ তাঁকে জানান, কড়া মাদক খাইয়ে তাঁকে অচৈতন্য করত স্বামী। এরপর তাঁর অশালীন ছবি, ভিডিও তুলে বিভিন্ন পুরুষকে পাঠিয়ে বাড়িতে ডেকে আনত। স্বামীর সামনেই তাঁকে ধর্ষণ করেছে একাধিক পুরুষ। সেগুলো ভিডিও তুলে ছড়িয়ে দিত সে। 

 

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্বামীকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণ, মাদক ব্যবহার এবং যৌন নির্যাতনের ঘটনায় একাধিক মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। তার ২০ বছরের জেল হতে পারে। পাশাপাশি এই ধর্ষণের ঘটনায় আরও ৭২ জন যুক্ত আছে। যাদের মধ্যে ৫১ জনকে চিহ্নিত করে আটক করেছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে। অভিযুক্তদের বয়স ২৬ থেকে ৭৪ বছরের মধ্যে। পেশায় কেউ সাংবাদিক, কেউ ব্যবসায়ী, কেউ বা সরকারি চাকুরীজীবি। কেউ বিবাহিত, কেউ বা বিবাহবিচ্ছিন্ন। ২০১১ সাল থেকে অজান্তেই বৃদ্ধাকে এমন নির্যাতনের শিকার হতে হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে কি না, তার দিকেই নজর রয়েছে ফ্রান্সের।