আজকাল ওয়েবডেস্ক: জন্মদিনে ছেলেকে চমকে দিতে চেয়েছিলেন তাঁর মা। ছেলের ১৮তম জন্মদিনে আয়োজন করেছিলেন গ্র্যান্ড পার্টির। কাছের বন্ধুবান্ধবের সমাগমে তুমুল হুল্লোড়ে মেতেছিলেন বার্থ ডে বয়। কেক‌ কাটার পরেই মায়ের উপহার এসে হাজির হয় তাঁর চোখের সামনে। যা দেখেই লজ্জায় লাল হয়ে যান তিনি। এমনকী উপহার দেখে তাঁর বন্ধুদেরও চোখ কপালে। ছেলেকে কী উপহার দিলেন মা? 

 

সম্প্রতি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে জন্মদিনের সেই গ্র্যান্ড পার্টির ভিডিও‌। ভিডিওতে দেখা গেছে, জন্মদিন উপলক্ষে ঘরে জমকালো সাজসজ্জা। ঘরটি তখন অন্ধকার। একটি চেয়ারে বসে রয়েছেন বার্থ ডে বয়। জন্মদিনের কেকটি নিয়ে আসেন তাঁর মা। মোমবাতিতে ফুঁ দিতেই মায়ের উপহার তাঁর চোখের সামনে হাজির হয়। 

 

দেখা গেছে, জন্মদিনে ছেলের সামনে এক বোল্ড ডান্সারকে নিয়ে এসেছেন তাঁর মা। স্বল্প পোশাক পরিহিত যুবতীর বক্ষ যুগল স্পষ্ট দেখা যাচ্ছে। বোল্ড লুকে যুবতী এসেই তরুণের সামনে নাচ করতে শুরু করেন। তখনই পাশ থেকে সরে যান মা। যুবতীকে দেখেই লজ্জায় মুখ ঢাকেন তিনি। এমনকী তাঁর বন্ধুরা হকচকিয়ে যান। 

 

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মেক্সিকোতে। লক্ষাধিক মানুষ ইতিমধ্যেই ভিডিওটি দেখেছেন। কেউ কেউ লিখেছেন, ছেলে সমকামী কিনা পরীক্ষা করতেই এমন উপহার দিয়েছেন হয়তো‌। আবার কেউ লিখেছেন, আধুনিক যুগে মায়েদেরও মানসিকতার কত পরিবর্তন হয়েছে।