আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরেই থরগরি কম্প পাকিস্তানের। বদলা নিতে এলেও ভারতের পাল্টা হামলায় ফের দুরমুশ হয়েছে পাক বাহিনী। চরম অস্বস্তি ইসলামাবাদের। ফলে ভয় আরও চেপে ধরেছে পাকিস্তানিদের। যার প্রতিফলন ঘটল পাকিস্তান সংসদেও। জাতীয় পরিষদে ভাষণের সময়ই শাসক দলের সাংসদের চোখে জল! কান্নায় ভেঙে পড়লেন ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-এন এর সাংসদ তাহির ইকবাল। এখানেই শেষ নয়, যুদ্ধ হলে পরিণতির কথা ভেবে চরম আতঙ্কিত ইকবাল প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সামনেই কাঁপা কাঁপা গলায় বলে ফেললেন, "হে আল্লাহ, দয়া করে এই দেশকে বাঁচান।"

ভারত পাকিস্তান যুদ্ধের আবহ। যা নিয়েই এ দিন পাক সংসদে গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল। সেখানেই ভাষণ দিচ্ছিলেন তাহির ইকবাল। ভাষণের মাঝেই তাঁর গলা কেঁপে ওঠে। চোখে জল, দেখা যায় কাঁদছেন পাকিস্তান মুসলিম লীগ-এন এর ওই সাংসদ। তারপরই প্রাক্তন সেনাকর্তা, বর্তমানে সংসদ সদস্য তাহির ইকবালকে বলতে শোনা যায়, "আমি সমস্ত পাকিস্তানি আইন প্রণেতাদের ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি। হে আল্লাহ, আমরা আপনার সামনে মাথা নত করছি, দয়া করে এই দেশকে বাঁচান।"

তাহিরের মন্তব্য ভাইরাল হয়েছে। যা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি সাংসদ। মুখ খোলেনি পাকিস্তানের শাসক দল মুসলিম লীগ-এন। তবে, মঙ্গলবার রাতে ভারতের আক্রমণে যে ভয়ে কাঁপছে আম পাকিস্তানি তা জনপ্রতিনিধির কথাতেই স্পষ্ট।

 

?ref_src=twsrc%5Etfw">May 8, 2025

অপারেশন সিঁদুরে বিধ্বস্ত পাকিস্তান। ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের অভ্যন্তরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ভারতের মাটিতে হামলাকারী নয়টি সন্ত্রাসবাদী শিবিরে ধুলিস্যাৎ হয়ে যায়। ১০০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়। এরপরই দিশাহার পাকিস্তান পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছিল।

ভারতের ১৫টি শহরের সেনা ছাউনিকে টার্গেট করে পাকিস্তান বাহিনী। যা জানতে পেরেই প্রয়োজনীয় পদক্ষেপ করে ভারতী বাহিনী। ব্যর্থ হয় পাকিস্তানের হামলার চেষ্টা। পাকিস্তানের রেডার সিস্টেমকে ধ্বংস করে দেয় ভারত। লাহৌরে পাক এয়ার ডিফেন্স ইউনিটের এইতকিউ নাইন সিস্টেম ভেঙে দেওয়া হয়। রাওয়ালপিণ্ডির এয়ার ডিফেন্স সিস্টেমকেও নষ্ট করে দেয় ভারত। বিকল হয়ে যায় চিনের দেওয়া পাকিস্তানের এইচচিউ নাইন সিস্টেম।