আজকাল ওয়েবডেস্ক: লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁর কলম্বিয়া সফরের সময় ভারতীয় দুই-চাকার বাহন নির্মাতা সংস্থাগুলির বৈশ্বিক সাফল্যের প্রশংসা করেছেন। তিনি একে উদ্ভাবনী শক্তির ফল বলে উল্লেখ করে পরোক্ষভাবে বিজেপি সরকারের ঘনিষ্ঠ কিছু শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে কটাক্ষ করেন।এক্স (X)-এ পোস্ট করে রাহুল লিখেছেন— “Bajaj, Hero & TVS-এর কলম্বিয়ায় সাফল্যে আমি গর্বিত। এটা দেখায় ভারতীয় সংস্থাগুলি আঁতাত নয়, বরং উদ্ভাবনের মাধ্যমে জিততে পারে। দারুণ কাজ।”

কলম্বিয়ায় ভারতীয় দুই-চাকার বাহনের দাপট

বাজাজ অটো (Bajaj Auto): মেদেলিনে বড়সড় অ্যাসেম্বলি প্ল্যান্ট এবং ব্যারাঙ্কিয়ায় তিন-চাকার বাহন কারখানা চালু করেছে।

হিরো মোটোকর্প (Hero MotoCorp): ২০১৫ সালে কালি সংলগ্ন ভিলা রিকা অঞ্চলে নিজেদের কারখানা গড়ে তুলেছে।

টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company): কলম্বিয়াজুড়ে বিস্তৃত ডিলারশিপ ও সার্ভিস নেটওয়ার্ক তৈরি করেছে।

রয়্যাল এনফিল্ড (Royal Enfield): ২০২১ সালে এনভিগাডো, আন্তিওকিয়ায় অ্যাসেম্বলি প্ল্যান্ট স্থাপন করে প্রবেশ করেছে।


বিশ্লেষকরা মনে করছেন, কলম্বিয়ার বাজারে ভারতীয় মোটরসাইকেলের সাফল্য মূলত সাশ্রয়ী দাম, নির্ভরযোগ্য প্রযুক্তি এবং স্থানীয় প্রয়োজনের সঙ্গে মানিয়ে নেওয়ার দক্ষতার কারণে সম্ভব হয়েছে। রাহুল গান্ধী ইঙ্গিত দেন, বাজাজ, হিরো, টিভিএস প্রভৃতি সংস্থা যেখানে পণ্যের গুণমান, দক্ষতা ও কৌশলগত সম্প্রসারণের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে, সেখানে দেশের কিছু বড় শিল্পগোষ্ঠী—যেমন আদানি—সরকারি আঁতাত, সুবিধাজনক নীতি ও চুক্তির উপর নির্ভর করে ঘরোয়া বাজারে ফুলে-ফেঁপে উঠেছে। এভাবে তিনি দেখাতে চেয়েছেন, সরকারের সরাসরি প্রভাব ছাড়াই ভারতীয় সংস্থাগুলি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পেতে সক্ষম।

ভারতের উপস্থিতি কেবল মোটরসাইকেলেই সীমাবদ্ধ নয়— ফার্মাসিউটিক্যালস: ড. রেড্ডিজ, সিপ্লা, অরবিন্দো ফার্মা, আইপিসিএ ও এমএসএন ল্যাবস জেনেরিক ওষুধ ও API সরবরাহ করছে। আইটি পরিষেবা: টাটা কনসালট্যান্সি সার্ভিসেস, টেক মাহিন্দ্রা, উইপ্রো, ইনফোসিস ও জোহো স্থানীয়ভাবে ব্যাংকিং, টেলিকম ও আউটসোর্সিং সেক্টরে কাজ করছে। কৃষি-রাসায়ন: ইউনাইটেড ফসফরাস লিমিটেড ও শারদা ক্রপকেম উৎপাদন ও বিতরণ নেটওয়ার্ক গড়ে তুলেছে। জ্বালানি: ওএনজিসি বিদেশ (ONGC Videsh Ltd) যৌথ উদ্যোগ মানসারোবর এনার্জি কলম্বিয়া লিমিটেডের মাধ্যমে তেল অনুসন্ধানে অংশীদার। এছাড়াও পরিকাঠামো, ইথানল উৎপাদন, প্যাকেজিং ও দূষণ নিয়ন্ত্রণ সরঞ্জাম ক্ষেত্রেও সক্রিয় ভারতীয় সংস্থা।

আরও পড়ুন: চার্চ অফ ইংল্যান্ডের ৫০০ বছরের ইতিহাসে প্রথমবার, মহিলা আর্চবিশপ হতে চলেছেনে সারা মুলালি, কে তিনি?
 

ভারত-কলম্বিয়া বাণিজ্য সম্পর্ক ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায়িক প্রতিনিধিদল, ট্রেড ফেয়ার ও B2B মিটিং ভারতীয় রপ্তানিকারক ও কলম্বিয়ার আমদানিকারকদের মধ্যে নতুন সুযোগ তৈরি করছে। টেক্সটাইল, অটো কম্পোনেন্ট, নবীকরণযোগ্য জ্বালানি ও ইলেকট্রনিকস সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে চলেছে। রাহুল গান্ধীর মন্তব্যে স্পষ্ট যে, আন্তর্জাতিক সাফল্যের মূলে রয়েছে উদ্ভাবনী শক্তি ও স্বতন্ত্র উদ্যোগ। কলম্বিয়ায় ভারতীয় সংস্থাগুলির উত্থান সেই কথাই প্রমাণ করছে। একই সঙ্গে তাঁর বক্তব্যে রাজনৈতিক আঁতাত-নির্ভর শিল্প বৃদ্ধির বিরুদ্ধে তীব্র সমালোচনাও ফুটে উঠেছে।